Advertisement
Us Bangla Airlines
টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি হয়েছে, যা বলেলন শান্ত-মমিনুল

টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি হয়েছে, যা বলেলন শান্ত-মমিনুল

খেলা ডেস্ক

১১ এপ্রিল ২০২৫, ১৯:২১

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অধরা জয় নিত্যকার খবর। সাফল্য বলতে শুধুই ওয়ানডে ফরম্যাট। সম্প্রতি সেই গল্পে ভিন্নতা দেখা গিয়েছে। টেস্ট ও টি-টোয়েন্টি মাঝেসাঝে জয়ের দেখা পেলেও ওয়ানডে ফরম্যাটে যেন প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারছে নাজমুল শান্তের দল।

সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হ-য-ব-র-ল। এমনকি এর আগে ক্যারিবিয়ান সফরেও ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে। তবে একই সফরে ১ টেস্ট জয় এবং টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ।

সবমিলিয়ে গত বছর ৩ টেস্ট ম্যাচ জিতেছে শান্তরা। তিন ম্যাচই আবার বিদেশের মাটিতে। টেস্ট দলের এমন সাফল্যকে নিজেদের উন্নতি বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। আজ শুক্রবার মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলনের ফাঁকে টেস্ট দলের সাফল্যের গল্প শুনিয়েছেন তিনি।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে চমক, নতুন মুখ কে?

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে শান্ত বলেন, ‘আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ। গত বছর যদি টেস্ট ক্রিকেট দেখেন, আমাদের আগের চেয়ে উন্নতি হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, ৪টি (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম।’

তিনি বলেন, ‘এই বছর আরও ৬টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের চেয়ে কীভবে আমরা ভালো ফল আনতে পারি সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে।’

এদিকে জিম্বাবুয়ে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টাইগার কাপ্তান। তিনি বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেই চাপটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’

জিম্বাবুয়ে সিরিজে এবাদত কেন নেই, জানাল বিসিবি

শান্ত আরও বলেন, ‘কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আমি আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা... প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’

টেস্টে ক্রিকেটে শান্ত নিজেদের উন্নতি দেখলেও সম্প্রতি বাস্তব চিত্র তুলে ধরেছিলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতক হাঁকানো এই ক্রিকেটার মনে করছেন, টেস্টে বাংলাদেশ এখনো উন্নতি করতে পারেনি।

মুমিনুল বলেন, ‘গত বছর টেস্টে আমরা যতটা জিতেছি, সেটা দেখে মনে হয়নি খুব ভালো খেলেছি। আপনাদের কাছে ভালো লেগে থাকতে পারে, কিন্তু আমি খুশি হতাম যদি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারতাম। তাহলে বলতে পারতাম চ্যাম্পিয়নশিপটা আমাদের জন্য সফল গেছে।’

মুমিনুল কঠিন এক বাস্তবতা সামনে এনেছেন এরপরই, ‘আমরা ১০টি ম্যাচ খেলে ৪টি জিতেছি। আরও দুটি জেতা উচিত ছিল। আগের বছরও ছিলাম আট নম্বরে, এখনো সেখানে। তাহলে উন্নতি কোথায়? আমার কাছে মনে হয় একমাত্র বোলিং বিভাগ ছাড়া আর কোথাও উন্নতি হয়নি।’

এমআই