Advertisement
Us Bangla Airlines
জিম্বাবুয়ে সিরিজে এবাদত কেন নেই, জানাল বিসিবি

জিম্বাবুয়ে সিরিজে এবাদত কেন নেই, জানাল বিসিবি

খেলা ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ২০:২৩

চলতি মাসেই বাংলাদেশের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শুরু হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল শান্তের দল। নতুন সিরিজকে ঘিরে আজ (মঙ্গলবার) প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজেও নেই এবাদত হোসেন।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদত হোসেনে এখনো ফিটনেস নিয়ে সংগ্রাম করছেন। এবাদতের সুযোগ না পাওয়া নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা এখনও এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়েজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারব এবাদত কী অবস্থায় আছেন। 

প্রধান নির্বাচক আরও বলেন, ‘সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পায়নি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

তাসকিনের না থাকা নিয়ে গাজী আশরাফ বলেন, ‘প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে।’

তাসকিন না থাকায় প্রথমবার টেস্ট দলে খেলার সুযোগ এসেছে তানজিম হাসান সাকিবের। সেই প্রসঙ্গ ধরে লিপু বলেন, ‘তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাব। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ভালো করার প্রতিশ্রুতি আছে তার মধ্যে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে। যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।’ 

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদত হোসেনের বর্তমান ফিটনেস নিয়ে প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘আমরা এখনও এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়েজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারব এবাদত কী অবস্থায় আছেন। সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পায়নি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

এমআই