Advertisement
Us Bangla Airlines
১৭ রানে শেষ ৫ উইকেট হারাল পাকিস্তান

১৭ রানে শেষ ৫ উইকেট হারাল পাকিস্তান

খেলা ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ২০:৩৭

রাওয়ালপিন্ডি টেস্টে লাহোরের ঘটনারই যেন পুনরাবৃত্তি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে শেষ ৫ উইকেট হারিয়েছিল মাত্র ১৬ রানে। এবার পিন্ডিতে সেই চিত্র আরও এক ধাপ বাড়িয়ে। ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রানে অলআউট হলো শান মাসুদের দল।

প্রথম দিন শেষ হয়েছিল পাকিস্তানের স্কোর ২৫৯/৫-এ। উইকেটে ছিলেন দুই স্বীকৃত ব্যাটার সৌদ শাকিল ও সালমান আগা। সেখান থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৭৪ রান যোগ করতেই গুটিয়ে যায় পুরো ইনিংস।

এই ধসের নায়ক দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। আগের দিন ২ উইকেট নেওয়া এই স্পিনার দ্বিতীয় দিনে একাই নেন ৫ উইকেট, ইনিংস শেষ করেন ৭/১০২ নিয়ে। এটি পাকিস্তানের মাটিতে কোনো দক্ষিণ আফ্রিকান বোলারের সেরা টেস্ট বোলিং। ভেঙে দেন পল অ্যাডামসের ২০০৩ সালে লাহোরে করা ৭/১২৮-এর রেকর্ড।

টেস্টে এটি মহারাজের চতুর্থবার ইনিংসে সাত বা তার বেশি উইকেট। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বেশিবার এমন কীর্তির মালিক এখন তিনিই, ভাগ বসিয়েছেন কিংবদন্তি অফস্পিনার হিউ টেফিল্ড-এর পাশে।

দ্বিতীয় দিনের শুরুতে সালমান আগাকে এলবিডব্লু করে ধস নামান মহারাজ। সৌদের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি গড়া সালমান ফেরেন ৪৫ রানে, দলীয় রান তখন ৩১৬। এরপর ৪৭ বলের মধ্যে ১৭ রানেই শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান। শাহিন আফ্রিদি বোল্ড, আর সাজিদ খান ও আসিফ আফ্রিদিকে একই ওভারে তুলে নিয়ে ইনিংস গুটিয়ে দেন মহারাজ।

এরপর ব্যাটিংয়ে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫। এখনো পাকিস্তানের প্রথম ইনিংসের তুলনায় ১৪৮ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।

এমআই