
ব্যাটারদের ব্যর্থতায় এবার প্রশ্নের মুখে কোচ সালাউদ্দিন
খেলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৬:৩৬
আধুনিক ক্রিকেটে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং বড় অপরাধ। আর বাংলাদেশ জাতীয় দলের ব্যাটাররা যেন সেই অপরাধ বারবার করে চলেছেন। বিপিএলের এক আসরে দেশি ব্যাটারদের ‘কমনসেন্স’ কম বলে সমালোচনা করেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বর্তমানে দলের সঙ্গে যুক্ত হয়েও ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় এবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি।
সালাউদ্দিনকে জাতীয় দলে আনা হয়েছিল বিশাল প্রত্যাশা নিয়ে—ঘরোয়া ক্রিকেটে তার সুনাম, সাফল্য, ট্রফি জয়ের ধারাবাহিকতা। সব মিলিয়ে তিনি ছিলেন একজন ‘গেমচেঞ্জার’ কোচ। কিন্তু বাস্তবে, তার অধীনে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচে টাইগাররা হেরেছে ৯টিতেই। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও যেন পথ হারিয়েছে বাংলাদেশ।
গত এক বছরে ব্যাটিং পারফরম্যান্স বলছে, ১০ ইনিংসে ২৫০ পার করেছে মাত্র ৪ বার, ২০০ রানের নিচে অলআউট হয়েছে দু’বার। ধারাবাহিকতার অভাব, একই ভুলের পুনরাবৃত্তি, আর পরিকল্পনার সীমাবদ্ধতায় হতাশ ভক্তরা। ‘বেসিক শেখানো’ আর ‘কমন সেন্স গড়ে তোলা’র নামেই চলছে অনুশীলন, কিন্তু ম্যাচে তার প্রতিফলন নেই।
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বিষয়টি নিয়ে কড়া ভাষায় বলেন, ‘ভেরি ভেরি আনপ্রফেশনাল এবং প্যাথেটিক ব্যাটিং। কোনোভাবেই প্রফেশনাল ব্যাটিং মনে হয়নি।’ তার মতে, জবাবদিহিতা চাপিয়ে দেওয়া যায় না, সেটি আসতে হয় ভিতর থেকে।
অন্যদিকে, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু পরামর্শ দিয়েছেন, ‘সিস্টেমের মধ্যে ফিরতে হবে, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ দরকার শুধু জাতীয় দলে নয়, এইচপি ও বয়সভিত্তিক দলেও।’ তবে তিনি দায় শুধুই সালাউদ্দিনের ঘাড়ে চাপাতে নারাজ, বলছেন—‘সমস্যা সামগ্রিক। দল হিসেবেই আমরা ভালো খেলছি না।’
তবুও আলোচনার কেন্দ্রে থাকছেন সালাউদ্দিন—কারণ, ব্যাটিং ইউনিট নিয়ে কাজ করার মূল দায়িত্ব তার। অথচ, পারফরম্যান্সে কোনো দৃশ্যমান উন্নতি নেই। উদাহরণস্বরূপ, নিয়মিত ব্যর্থ জাকের আলি অনিকের একাদশে বারবার সুযোগ পাওয়া নিয়েও উঠছে প্রশ্ন, যেখানে কোচের প্রভাবকে আলাদা করে দেখছেন অনেকে।
এতসব সমালোচনার ভিড়ে বড় প্রশ্নটি এখনো একই—‘বদলের প্রতিশ্রুতি দিয়েই কি শেষ হবে সালাউদ্দিন অধ্যায়?’
এমআই