
এশিয়া কাপে নামার আগে সুখবর পেলেন লিটন-জাকের
খেলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭
আরব আমিরাতে চলছে এশিয়া কাপের লড়াই। আগামীকাল বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এশিয়া মঞ্চের মিশন শুরু করার আগে আইসিসি থেকে সুখবর পেয়েছেন লিটন কুমার দাস ও জাকের আলি অনিক। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন এই দুই ব্যাটার।
সপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ছয় ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন লিটন। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার ওপরে রয়েছেন কেবল তানজিদ হাসান তামিম, যিনি তিন ধাপ পিছিয়ে এখন ৩৯ নম্বরে অবস্থান করছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে লিটন ছিলেন দারুণ ছন্দে। প্রথম দুই ম্যাচে অপরাজিত থেকে দলকে জয়ের পথে রাখেন। বৃষ্টিতে ভেসে যাওয়া শেষ ম্যাচে খেলেন ঝড়ো ৭৩ রানের ইনিংস—৪৬ বলের ওই ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৬টি চার।
অন্যদিকে, শেষ ম্যাচে ১৩ বলে ২০ রান করে তিন ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন জাকের আলি। ছোট ইনিংস হলেও র্যাঙ্কিংয়ে এর ইতিবাচক প্রভাব পড়েছে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়েও দেখা গেছে কিছু পরিবর্তন। শেষ ম্যাচে না খেললেও এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। অবশ্য সেটা শ্রীলঙ্কার মাহিশ থিকশানার অবনতির কারণে। বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন তিনি।
তালিকার অন্য বাংলাদেশি বোলারদের মধ্যে শেখ মেহেদি হাসান যৌথভাবে ১৯তম, রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে ২৪তম ও তাসকিন আহমেদ রয়েছেন ২৫তম স্থানে।
এমআই