Advertisement
Us Bangla Airlines
ভারতে ৫-১ ব্যবধানে বড় জয় পেল বাংলাদেশ

ভারতে ৫-১ ব্যবধানে বড় জয় পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২

বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে আজ জিততেই হতো। ভারতের রাজগিরে কাজাখস্তানকে ৫-১ ব্যবধানে হারিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আজ কাজাখস্তানকে হারানোয় এশিয়া কাপে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। 

আগামী রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল তিনটায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জাপানকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে লাল-সবুজরা। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পরাজিত হলে তখন বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে। সেখানে জয়ী হলে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে। 

ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। পাকিস্তানের বিশ্ব হকির র‌্যাংকিং বেশ ভালোই। রাজনৈতিক বৈরীতার কারণে পাকিস্তান এশিয়া কাপ না খেললেও বিশ্ব হকির বাছাই খেলার সুযোগ প্রদানের জন্য এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের প্লে অফ খেলার সুযোগ রেখেছে এশিয়ান হকি ফেডারেশন।

বিশ্ব হকি ফেডারেশনের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলবে। এশিয়া কাপে রানার্স আপ থেকে পঞ্চম স্থান অর্জনকারী দল বিশ্বকাপ বাছাই খেলবে। পাকিস্তান ও এশিয়া কাপে ষষ্ঠ স্থানের মধ্যকার দলের মধ্যে বিজয়ী দল এতে যোগ দেবে।

বাংলাদেশের এই ম্যাচে জয় প্রত্যাশিতই ছিল। ম্যাচের দশ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ১-০ ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ২৮ মিনিটে রোমান সরকারের গোলে বাংলাদেশ ৩-০ গোলের লীড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। 

বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান আরেকটি গোল করেন। পরের মিনিটেই তৈয়ব আলী ফিল্ড গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-০। ৩৭ মিনিটে কাজাখস্তান এক গোল পরিশোধ করে। চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ৫-১ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। 

কাজাখস্তান বাংলাদেশের সঙ্গে হারায় চাইনিজ তাইপের সঙ্গে সপ্তম-অষ্টম স্থানের জন্য লড়বে। চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারানো জাপানের পঞ্চম স্থান নির্ধারণী প্রতিপক্ষ বাংলাদেশ।

এমআই