Advertisement
Us Bangla Airlines
চারবারের পরীক্ষায় ৩ বার ফেল, এবার পারবে কি বাংলাদেশ?

চারবারের পরীক্ষায় ৩ বার ফেল, এবার পারবে কি বাংলাদেশ?

খেলা ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ১৯:৩৭

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১৯০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় ৭৩টি, হার ১১৩। দুই দশকের এই সংস্করণে অর্ধেক ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল। পাশাপাশি কুড়ি ওভারের ১৮ সিরিজের মধ্যে মাত্র ৯টি সিরিজ জিততে পেরেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে জয়ের খাতায় আরেকটি সংখ্যা বাড়বে। তাতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সিরিজ জয়ের সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করবে। যদিও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় করা লিটনদের জন্য কঠিন বটে। পাশাপাশি অতীত রেকর্ডও টাইগারদের পক্ষে কথা বলছে না।

শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও রেকর্ড, হারলেও রেকর্ড!

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবার (শ্রীলঙ্কা ছাড়া) সিরিজে পিছিয়ে পড়ে আবার সমতা এনেছিল বাংলাদেশ। এর মধ্যে মাত্র একবার সিরিজ জিততে পেরেছিল তারা। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর পরবর্তী দুই ম্যাচে জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লিটনরা।

একই বছরে ক্যারিবিয়ানদের পিছিয়ে পড়ে হার দেখেছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সমতা এনেও শেষ ম্যাচ হেরেছিল। লঙ্কানদের মাটিতে আবার একই সমীকরণে দাঁড়িয়ে লাল-সবুজের দল। সিরিজের প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে সমতা এনেছে লিটনরা।

এক বছরেই বদলে যাবে বাংলাদেশ, রোডম্যাপ জানালেন সাকিব

প্রেমদাসার মাটিতে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের ব্যর্থতার শেকল ভাঙতে হবে বাংলাদেশকে। তাতেই দেশের টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে দ্বিতীয় বার পেছনে পড়ে থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বাংলাদেশ দল।

এমআই