Advertisement
Us Bangla Airlines
ফিফটি করেই ১৩৩ ধাপ উন্নতি করলেন বাংলাদেশি ক্রিকেটার

ফিফটি করেই ১৩৩ ধাপ উন্নতি করলেন বাংলাদেশি ক্রিকেটার

খেলা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে নজরকাড়া অগ্রগতি পেয়েছেন সাইফ হাসান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে এগিয়েছেন ১৩৩ ধাপ এই ডানহাতি। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। অন্যদিকে, বোলারদের তালিকায় আবারও সেরা দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন সাইফ। ইনিংসটি সাজান ৪টি ছক্কা ও ২টি চারে। ম্যাচসেরা এই পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৮১তম স্থানে—প্রথমবারের মতো ঢুকেছেন শীর্ষ ১০০-তে। তাতেই সাইফের উন্নতি হয়েছে ১৩৩ ধাপ।

লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে অবদান রাখায় উন্নতি করেছেন আরও কয়েকজন বাংলাদেশি ব্যাটসম্যান। সেই ম্যাচে তাওহীদ হৃদয় ২ ছক্কা ও ৪টি চারে খেলেন ৩৭ বলে ৫৮ রানের কার্যকর ইনিংস। তাতে সাত ধাপ এগিয়ে এখন তিনি রয়েছেন ৪১তম স্থানে। ২৩ রান করা অধিনায়ক লিটন দাস দুই ধাপ এগিয়ে ৪০তম স্থানে অবস্থান করছেন।

ব্যাটসম্যানদের তালিকায় আরও অগ্রগতি হয়েছে জাকের আলি অনিক ও পারভেজ হোসেন ইমনের। তারা এক ধাপ করে এগিয়ে এখন যথাক্রমে ৫৬তম ও ৭৪তম স্থানে। হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে রয়েছেন তানজিদ হাসান, যদিও তিনি ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে জুটি বেঁধেছেন।

বোলারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসার ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলের পর চলতি বছরে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন।

একই ম্যাচে দুই উইকেট নেওয়া শেখ মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে। ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের; দুই ধাপ এগিয়ে তিনি এখন ৪০তম স্থানে। তবে অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

এমআই