
সুপার ফোরে বাংলাদেশের খেলা কখন-কোথায়, দেখে নিন সূচি
খেলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার পর অবশেষে নিশ্চিত হলো বাংলাদেশের সুপার ফোরে জায়গা। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ফলে হাসি ফুটেছে টাইগার শিবিরে। এবার শুরু শেষ চারের যুদ্ধ। সেখানে কেমন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সাকিব-লিটনদের জন্য?
সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে লিটনদের লড়াই দিয়ে শুরু হবে সুপার ফোর পর্ব। ম্যাচটি হবে দুবাইতে। গ্রুপপর্বে এই লঙ্কানদের বিপক্ষেই হেরেছিল বাংলাদেশ। সেই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর। ভারতের বিপক্ষে মুখোমুখি হবে লিটনের দল। এ ম্যাচে জয় পেলে ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। এরপর ২৫ সেপ্টেম্বর আবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, টানা দুই দিন ম্যাচ খেলবে দলটি। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় রাতে সাড়ে ৮টায় শুরু হবে।
বাংলাদেশের গ্রুপপর্বের পারফরম্যান্স ছিল মিশ্র। হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ৪ পয়েন্ট পেলেও নেট রানরেটে কিছুটা পিছিয়ে ছিল। তাই সুপার ফোরে ওঠার জন্য তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। শেষ পর্যন্ত লঙ্কান জয় নিশ্চিত করায় হাসি ফেরে টাইগার শিবিরে।
একনজরে বাংলাদেশের সুপার ফোর সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু |
---|---|---|
২০ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | দুবাই |
২৪ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম ভারত | দুবাই |
২৫ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম পাকিস্তান | দুবাই |
এমআই