Advertisement
Us Bangla Airlines
সুপার ফোরে খেলতে লিটনদের সামনে যে সমীকরণ

সুপার ফোরে খেলতে লিটনদের সামনে যে সমীকরণ

খেলা ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৮

এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। লড়াই থেকে ছিটকে গেছে—এমনটাই ছিল ধারণা। কিন্তু শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে মিলেছে সুপার ফোরে ওঠার শেষ সুযোগ। যদিও সেটি পুরোপুরি লঙ্কানদের ওপর নির্ভর করছে।

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান ১৭০ রানের লক্ষ্য দিয়েছে। এখন বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে শ্রীলঙ্কাকে যেকোনো ব্যবধানে জিততে হবে। তবে লঙ্কানরা আফগান বোলারদের সামাল দিতে না পারলে বাংলাদেশের জন্য থাকছে আরেক সমীকরণ।

আফগানিস্তানের বিপক্ষে যদি শ্রীলঙ্কা ১০০ বা তার কম রানে অলআউট হয়ে যায়, তাহলেও বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নেট রান রেটে পেছনে ফেলে উঠে যাবে শেষ চারে। এমন সমীকরণে আগ্রহ বেড়েছিল বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। 

ম্যাচের ১৫ ওভার শেষে আফগানদের স্কোর ছিল ১০১/৬—তখনও মনে হচ্ছিল ১৫০ ছোঁয়াও কঠিন। কিন্তু নাটক বাকি ছিল তখনও। শেষ ৪ ওভারে আফগানিস্তান তোলে ৬৪ রান। যার অর্ধেকেরও বেশি এসেছে শেষ ওভারে—মাত্র এক ওভারে ৩২ রান! এর ৩১ রানই এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে।

শেষ ওভারে দুনিথ ভেল্লালাগেকে একে একে ৫টি ছক্কা মারেন নবী। প্রথম তিন বলে টানা তিন ছক্কার পর চতুর্থ বলে ওয়াইড দেন ভেল্লালাগে, যা ছিল নো বল। ফ্রি হিটেও ছক্কা হাঁকান নবী। পঞ্চম বলেও উড়ান বাউন্ডারির বাইরে। ষষ্ঠ বলে সিঙ্গেল না নিয়ে নেন ২ রান, তবে রানআউট হয়ে যান তিনি।

নবীর ছক্কার ঝড়ে ২০ ওভারে আফগানিস্তান তোলে ১৬৯ রান। এমন ম্যাচ জিততে লঙ্কানদের লম্বা পথই পাড়ি দিতে হবে।

এমআই