Advertisement
Us Bangla Airlines
১৩ বলে ফিফটি, টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড

১৩ বলে ফিফটি, টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড

খেলা ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৪

নামিবিয়ার ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন ইয়ান ফ্রাইলিঙ্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১৩ বলে ফিফটি করেছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়োতে বৃহস্পতিবার এ নজরকাড়া ইনিংস খেলেন তিনি।

ওপেনিংয়ে নেমেই প্রথম ওভারে টানা তিনটি চার মেরে শুরু করেন ফ্রাইলিঙ্ক। এরপর মাত্র ১৩ বলেই তুলে নেন ফিফটি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম। তার আগে আছে কেবল নেপালের দিপেন্দ্র সিং (৯ বল) ও ভারতের ইউভরাজ সিং (১২ বল)।

নামিবিয়ার পক্ষে এর আগের দ্রুততম ফিফটি ছিল ইয়ান লফটি-ইটনের, নেপালের বিপক্ষে ১৮ বলে। ৩১ বলের ইনিংসে ফ্রাইলিঙ্ক করেন ৭৭ রান, স্ট্রাইক রেট ২৪৮.৩৮। তার ইনিংসে ছিল ৮ চার ও ৬ ছক্কা। সহযোগী দেশের কোনো ব্যাটারের মধ্যে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটিই দ্রুততম ফিফটি।

পাওয়ার প্লেতেই ছক্কা-চার মারতে মারতে ফিফটিতে পৌঁছে যান। ফিফটির পরেও থামেননি—জাগিয়ে তোলেন সেঞ্চুরির সম্ভাবনাও। শেষ পর্যন্ত সিকান্দার রাজার বলে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন তিনি।

ফ্রাইলিঙ্কের বিধ্বংসী ইনিংসের সুবাদে নামিবিয়া তোলে ২০৪ রান—টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম দুইশ পার হওয়া ইনিংস।

এমআই