অবসরের পর কী করবেন, জানালেন মেসি
খেলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৯:৩২
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন লিওনেল মেসি। টিওয়াইসি স্পোর্টসে প্রকাশিত র্যাপিড-ফায়ার ভিডিওতে আর্জেন্টিনা অধিনায়ক জানান—ফুটবল ছাড়ার পর কোচ নয়, বরং ক্লাবের মালিক হতে চান তিনি। এছাড়া নিজের পছন্দ-অপছন্দের অপ্রকাশিত তথ্য জানিয়েছেন এই বিশ্ব তারকা।
সাক্ষাৎকারে লিওনেল মেসি জানান, আরেকটি ব্যালন ডি’অর নয় বরং দ্বিতীয় বিশ্বকাপ জেতাই তাঁর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হতে পারে। এছাড়া মায়ামির উষ্ণ আবহাওয়ার চেয়ে বার্সেলোনার পরিবেশেই খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান মেসি।
জয়ের চেয়ে ব্যক্তিগত পরিসংখ্যানকে কম গুরুত্ব দিয়ে মেসি বলেন, ‘হ্যাটট্রিক নয়, দলের জয়সূচক গোল করতেই বেশি পছন্দ করি।’ খেলোয়াড়ি জীবনের মজার দিক নিয়েও কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজের দুই পায়ের ফাঁক দিয়ে বল যেতে দিতে রাজি, কিন্তু আত্মঘাতী গোল নয়!
কৌশলের প্রশ্নে মেসি স্পষ্টভাবে জানান, তিনি ৪-৩-৩ ফরমেশনের খেলাই সবচেয়ে পছন্দ করেন। আর যদি গোলরক্ষক বা ডিফেন্ডার হিসেবে খেলতে হয়, তবে ডিফেন্ডার হিসেবেই নামতে চান তিনি। কর্নার থেকে গোল করাকেই নিজের পছন্দের হিসেবে বেছে নিয়েছেন মেসি।
কিছুক্ষণ ভেবেই উত্তর দিয়েছেন, মাঝমাঠ নয়, কর্নার থেকেই গোল করতে বেশি তৃপ্তি পান তিনি। সংক্ষিপ্ত র্যাপিড-ফায়ার পর্ব হলেও তাতে ফুটে উঠেছে ৩৮ বছর বয়সী এই তারকার মানসিকতা। যিনি এখনও দলের সাফল্যকে ব্যক্তিগত অর্জনের ওপরে রাখেন।
এমআই