Advertisement
Us Bangla Airlines
জয়ের সুবাস নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

জয়ের সুবাস নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৩ নভেম্বর ২০২৫, ১৭:১৫

৩০১ রানের বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। পাহাড়সম লিড টপকাতে তৃতীয় দিনেই হিমশিম খাচ্ছে আয়ারল্যান্ড। মাত্র ৮৬ রান করতেই ৫ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। লিড টপকাতে আইরিশদের আরও ২১৫ রান করতে হবে। এর আগে আয়ারল্যান্ডের বাকি ৫ উইকেট শিকার করলেই ইনিংস ব্যবধানে জয় পাবে বাংলাদেশ।

সিলেটে আজ (বৃহস্পতিবার) দিনের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগার অধিনায়ক শান্তর ওয়ানডে মেজাজের সেঞ্চুরি আর লিটনের ফিফটিতে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। তাতে ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ, একই সঙ্গে দেশের মাটিতে সর্বোচ্চ।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর দিনের শেষ সেশনে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ৩০১ রানের লিড তাড়া করতে গিয়ে ৮৫ রানেই ৫ উইকেট হারায় সফরকারীরা। দিনশেষে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। তাতেই ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়ে ডাগ আউটে ফিরে নাজমুল শান্তের দল।

৫৮৭ রানে ইনিংস ঘোষণা, দুই রেকর্ড হাতছাড়া করল বাংলাদেশ

ম্যাচের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে আইরিশরা। চতুর্থ ওভারে কেড কারমাইকেলকে (৫) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। মাত্র ১৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর পল স্টার্লিং ও হ্যারি টেক্টর ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু এই জুটি পঞ্চাশের আগেই ভেঙে যায়। 

৪৭ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারাও। স্লিপ থেকে করা অধিনায়ক শান্তর থ্রোয়ে ৪৩ করে রান আউটের শিকার হন অভিজ্ঞ পল স্টার্লিং। তার ৫৯ বলের ইনিংসে ছিল ৭ চার। এরপর  আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। হ্যারি টেক্টরকে ১৮ রানে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। কার্টিস ক্যাম্ফার (৫) ও লরকান টাকারে (৯) টানা দুই ওভারে তুলে নেন হাসান মুরাদ।  

২৪ রানে চার উইকেট হারানোর পর খেলার সময় বাড়ালেও অ্যান্ডি ম্যাকব্রাইন ও ম্যাথু হামফ্রেস বাকি সময় ক্রিজে দাঁত কামড়ে পড়ে ছিলেন। ম্যাকব্রাইন ১৪ বলে ৪ রানে অপরাজিত, ৭ বল খেলেও রানের খাতা খোলেননি ‘নাইটওয়াচম্যান’ হামফ্রেস। 

টেস্টে এমন রেকর্ড কখনোই করতে পারেনি বাংলাদেশ

এর আগে বাংলাদেশের প্রথম ছয় ব‍্যাটারের পাঁচজনই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৭১ রান এসেছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব‍্যাট থেকে। ১০০ রান করেন অধিনায়ক শান্ত। আয়ারল‍্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ম‍্যাথিউ হামফ্রিজ।

ব্যাটারদের দাপটের টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপ-অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে এই ভেন্যুতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান।

এমআই