জাহানারার অভিযোগে এবার মুখ খুললেন জ্যোতি
খেলা ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ১৪:৩৬
নারী ক্রিকেট দলে অনিয়ম ও অস্থিতিশীল পরিবেশের অভিযোগ তুলেছিলেন ক্রিকেটার জাহানারা আলম। একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগের পসরা বসিয়েছিলেন জাহানারা। এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানিয়েছে বিসিবি। এবার সেই ঘটনায় মুখ খুললেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ নারী দলের অধিনায়ক লিখেছেন, ‘কিছু বলছি তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন। দলটা আমাদের সবার। এই দলটা যখন সবচেয়ে ভালো সময় পার করছে, তখন এত নেতিবাচক কথাবার্তা, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে।’

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে নারী দল যখন উত্থানের পথে, তখন এমন বিতর্কে অবাক হয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন, তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন। দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন।’
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, তখন অন্য কেউ তার জায়গায় আসে। তখনই সেই দলের সবকিছু খারাপ হয়ে যায়—এই ধারণা ঠিক নয়। যারা এই দলের সদস্যদের প্রতি আস্থা রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় এলেও সেটা কার্যকর হবে না, আশা করি।’
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জাহানারা আলম। এরপর থেকে ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন তিনি। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে জাহানারার অভিযোগ- জ্যোতিসহ কিছু ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের আচরণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।
এমআই