Advertisement
Us Bangla Airlines
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন সালাহউদ্দিন!

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন সালাহউদ্দিন!

খেলা ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪১

বাংলাদেশ দলের কোচিং স্টাফে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ব্যাটিং কোচের দায়িত্ব হারানোর পর এবার জাতীয় দলের সহকারী কোচের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও জাতীয় দলে এক বছর পূর্ণ হতেই সরে দাঁড়াচ্ছেন তিনি।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন দেশসেরা এই কোচ। একই সঙ্গে ব্যাটিং ইউনিটের তত্ত্বাবধানও করছিলেন তিনি। কিন্তু আয়ারল্যান্ড সিরিজের আগমুহূর্তে বিসিবির পরিচালনা পর্ষদ সভায় এসেছে নতুন সিদ্ধান্ত।

বাংলাদেশের দলের বিশেষ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর একদিন পরই আলোচনায় সালাহউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ শেষে সহকারী কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেই জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ

বিসিবির সঙ্গে সালাহউদ্দিনের চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেভাগেই বিদায় নিচ্ছেন তিনি। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, কোচ হিসেবে নিজের ভূমিকায় আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না সালাহউদ্দিন। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সালাহউদ্দিন ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি। তবে বিসিবি যদি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে, তাহলে আয়ারল্যান্ড সিরিজই হবে জাতীয় দলের সঙ্গে সালাহউদ্দিনের শেষ দায়িত্ব। 

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা। প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত, দ্বিতীয় টেস্ট ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। এরপর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এমআই