জিম্বাবুয়ে দলে কেন আর খেলতে পারবেন না উইলিয়ামস
খেলা ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ২২:০৮
জিম্বাবুয়ে ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেল। ৩৯ বছর ৩৯ দিন বয়সী এই ক্রিকেটারের ক্যারিয়ারে ফুলস্টপ টানলো দেশটির ক্রিকেট বোর্ড। মূলত মাদকাসক্তির কারণে তাঁকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
উইলিয়ামস গত মাসে আফ্রিকা অঞ্চলের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন। শুরুতে বিষয়টি ব্যক্তিগত মনে হলেও পরে জানা যায়, মূল কারণ ছিল মাদকাসক্তি নিয়ে উদ্বেগ। জেডসি জানিয়েছে, উইলিয়ামস বর্তমানে স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রমে যোগ দিয়েছেন।
বোর্ডের তদন্তে উঠে এসেছে, তিনি কিছুদিন ধরে আসক্তির সমস্যায় ভুগছিলেন এবং ডোপ টেস্টে ধরা পড়ার আশঙ্কায় নিজেই দল থেকে সরে দাঁড়ান।
এক বিবৃতিতে জেডসি জানায়, ‘আমরা প্রত্যাশা করি, সব খেলোয়াড় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দলীয় নীতিমালা অনুসরণ করবেন। উইলিয়ামসের আচরণ সেই মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি সাহায্য চাওয়ার জন্য প্রশংসা পাওয়ার যোগ্য হলেও এমন পরিস্থিতিতে নিজের অবস্থান হারানো পেশাদার মানের গুরুতর প্রশ্ন তোলে।’
সবশেষে জেডসি জানায়, উইলিয়ামসের সঙ্গে বোর্ডের বর্তমান চুক্তি ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের পর আর নবায়ন করা হবে না।
তবে বোর্ড তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘প্রায় দুই দশকের ক্যারিয়ারে উইলিয়ামস মাঠে ও মাঠের বাইরে জিম্বাবুয়ে ক্রিকেটের বহু ঐতিহাসিক মুহূর্তের অংশ ছিলেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও ভবিষ্যতের সাফল্য কামনা করি।’
এমআই