Advertisement
Us Bangla Airlines
৭৭৫ রান করা ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

৭৭৫ রান করা ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ২০:১৮

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এনসিএলে দুই ম্যাচে ২৩৮ রান করেছেন তিনি। দুর্দান্ত পারফর্ম করে পুনরায় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন জয়।

বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার) এই তথ্য জানানো হয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছেন মাহমুদুল হাসান জয়। তাতে ৩৪ ইনিংস ব্যাট করে ২২ গড়ে ৭৭৫ রান করেছেন তিনি। তবে অফফর্মে বাদ পড়া এই ডানহাতি ব্যাটারের ওপর পুনরায় আস্থা রাখছে বোর্ড।

স্কোয়াডে জয় ফেরায় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়। জাতীয় দলে একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই ওপেনার। এছাড়া শ্রীলঙ্কা টেস্টে ফাইফার পাওয়া নাইম হাসান ও ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও দল থেকে জায়গা হারিয়েছেন।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। আর ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

দীর্ঘ সংস্করণের এই লড়াইয়ে স্পিন ও পেস দুই বিভাগে ভারসাম্য রাখার চেষ্টা করেছে নির্বাচকরা। ফলে লঙ্কা সিরিজের আশানুরূপ বল না করেও দলে টিকে গেছেন পেসার এবাদত হোসেন। দলের সঙ্গে এবারও থাকছেন অনভিষিক্ত স্পিনার হাসান মুরাদ।

একনজরে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।

এমআই