৫ ম্যাচ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
খেলা ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১৩:২৬
বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ। নতুন সিরিজকে ঘিরে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান বোর্ড। আগামী ৫ নভেম্বর থেকে এই সিরিজ শুরু হবে, যা শেষ হবে আগামী ১৩ নভেম্বর।
কিছুদিন আগে বাংলাদেশকে তাদেরই মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শাই হোপের দলের আত্মবিশ্বাস বেশ উজ্জ্বল। এবার তাদের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অবশ্য কিউইরাও ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছে।
এদিকে ১৫ সদস্যের দলে এসেছে একাধিক পরিবর্তন। কাঁধের চোট থেকে সেরে ফিরে দলে ফিরেছেন ম্যাথু ফোর্ড। জুলাইয়ের পর এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন তিনি। অন্যদিকে, পেসার সিমন্স এবং জেডিয়াহ ব্লেডস ছিটকে যাওয়ায় দলে শামার স্প্রিংগারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পিনার গুদাকেশ মোতির বোলিং অ্যাকশন উন্নত করার জন্য বিশেষ সময় দেওয়া হয়েছে। তিনি ডিসেম্বরের এসএ২০ লিগ শুরুর আগে রয়্যাল স্পোর্টস গ্রুপের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবেন।
দলের পেস বিভাগে আছেন ফোর্ড এবং জেইডেন সিলস। অলরাউন্ডার হিসেবে রয়েছেন জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড এবং শামার স্প্রিংগার। যারা অতিরিক্ত সিম অপশন হিসেবে দলের সঙ্গে থাকবেন। শামার জোসেফ কাঁধের সমস্যার কারণে দলের বাইরে রয়েছেন।
একনজরে ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, খারি পিয়েরে, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিংগার।
এমআই