Advertisement
Us Bangla Airlines
আফগানদের দায়িত্ব ছাড়ছেন জনাথন ট্রট

আফগানদের দায়িত্ব ছাড়ছেন জনাথন ট্রট

খেলা ডেস্ক

০৩ নভেম্বর ২০২৫, ১৮:০৪

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন জোনাথন ট্রট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আফগানদের সঙ্গে তার অধ্যায় শেষ হবে বলে জানিয়েছেন এই ইংলিশ কোচ। দলের ম্যানেজম্যান্টের সঙ্গে অনিয়মিত যোগাযোগ আর দূরত্বে আফগানদের বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আফগানিস্তানের দায়িত্ব নিয়ে বেশ সফল সময় কাটিয়েছেন ট্রট। তার কোচিংয়েই দলটি ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ষষ্ঠ স্থানেই থামতে হয় রশিদ খানের দলকে। এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। 

কুড়ি ওভারে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো দলকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিল তারা। তবে এই সাফল্যের পরও সম্পর্কের ইতি টানছেন জোনাথন ট্রট। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তিনি দায়িত্ব ছাড়বেন। 

ভারতে নিজেদের ঘরের মাঠের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় সেই কন্ডিশনে আফগানরা ভালো করবে বলে মনে করছেন ট্রট। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ট্রট বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব এবং দলটির পাশাপাশি আফগান জনগণের আগামীর সাফল্য কামনা করছি।’

এমআই