Advertisement
Us Bangla Airlines
টি-টেনে দল পেলেন সাইফ ও নাহিদ

টি-টেনে দল পেলেন সাইফ ও নাহিদ

খেলা ডেস্ক

১৮ অক্টোবর ২০২৫, ২১:৪৮

আসন্ন আবুধাবি টি-টেন লিগে খেলতে যাচ্ছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার—সাইফ হাসান ও নাহিদ রানা। শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত ড্রাফট থেকে সাইফকে দলে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স এবং নাহিদ রানাকে ভেড়িয়েছে ভিস্তা রাইডার্স।

এর আগে ড্রাফট শুরুর আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস। ফলে এবারের টি-টেন লিগ মাতাতে তিন ভিন্ন দলে দেখা যাবে তিন বাংলাদেশিকে।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে নজর কাড়েন সাইফ হাসান। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে তার ব্যাটিং এবং ছক্কা মারার সামর্থ্য বেশ দৃষ্টি কেড়েছে। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার টি-টেন লিগেও সুযোগ পেলেন তিনি। তাকে স্কোয়াডে নিয়েছে এবারের নতুন ফ্র্যাঞ্চাইজি অ্যাসপিন স্ট্যালিয়ন্স।

অন্যদিকে, কিছুদিন ধরে জাতীয় দলে অনিয়মিত হলেও গতির ঝলকে নাহিদ রানা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নজরে রয়েছেন বহুদিন। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার আবুধাবির মাঠে তার গতি দেখার সুযোগ মিলবে টি-টেনে। তাকে দলে ভিড়িয়েছে আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি ভিস্তা রাইডার্স।

এবারের টি-টেন লিগে যুক্ত হয়েছে মোট পাঁচটি নতুন দল—ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি। আগের মৌসুমের দল ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্সও থাকছে লড়াইয়ে।

নবম আসরের পর্দা উঠবে আগামী ১৮ নভেম্বর। প্রতিবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতেই হবে পুরো টুর্নামেন্ট। ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র ফরম্যাটে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন চমক আর নতুন কিছু টাইগার মুখ নিয়েই মাঠে নামছে টি-টেন।

এমআই