
৫৩৪৯ দিন পর এমন জয়ের দেখা পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ২১:০২
ঘরের মাঠে ২১০ রানের নিচে গুটিয়ে গেলেও হার মানেনি বাংলাদেশ। বরং সেই সংগ্রহেই দুর্দান্ত বোলিংয়ে তুলে নিয়েছে বড় জয়। ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদি হাসান মিরাজের দল। আর এই জয়ের মধ্য দিয়েই দীর্ঘ ৫৩৪৯ দিন পর ২১০ রানের কম সংগ্রহ নিয়ে জয়ের মুখ দেখল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (শনিবার) টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ছিল হতাশার—মাত্র ৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। এরপর নাজমুল হোসেন শান্ত কিছুটা সময় দিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন, তবে ৬৩ বলে তার ৩২ রানের ইনিংসটি ছিল বেশ মন্থর।
তাওহীদ হৃদয় করেন ৫১, অভিষিক্ত মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে আসে ৪৬ রান। কিন্তু দুজনেই খেলেন ধীরগতিতে। ইনিংসের শেষ দিকে রিশাদ হোসেন মাত্র ১৩ বলে ঝড়ো ২৬ রান তুলে দলকে পৌঁছে দেন ২০৭ রানে। সাধারণ চোখে এ রান প্রতিপক্ষের জন্য তেমন চ্যালেঞ্জিং নয়। মিরপুরের মাটিতে বড় সংগ্রহই বটে।
যদিও ওয়ানডে ক্রিকেটে ২১০-এর নিচে এই রান নিয়ে জয়ের ঘটনা খুব বেশি নেই বাংলাদেশের ইতিহাসে। সবশেষ এমন জয় এসেছিল ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি, বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে। মিরপুরেই খেলা সেই ম্যাচে ২০৫ রান করেও বাংলাদেশ জয় পেয়েছিল ২৭ রানে।
এরপর কেটে গেছে ৫৩৪৯ দিন, আর এবার একই ভেন্যুতে আবারও ২১০ রানের কম স্কোরে জয়ের দেখা পেল টাইগাররা। জয়ের নায়ক নিঃসন্দেহে রিশাদ হোসেন। ব্যাট হাতে দারুণ একটি ক্যামিও খেলার পর বল হাতে করেন ধ্বংস। তার ঘূর্ণিতেই একসময় ৫ উইকেটে ১০১ রান থেকে ১৩৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
রিশাদ একাই তুলে নেন ৬ উইকেট। ম্যাচের দুই বিভাগেই অবদান রেখে জিতে নেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেটের দেখা পেয়েছেন তিনি।
এই জয় শুধু সিরিজে এগিয়ে যাওয়ার গল্প নয়, বরং ইতিহাস ঘেঁটে দেখা যায় কতটা বিরল এক কীর্তি গড়েছে বাংলাদেশ। আবারও প্রমাণ মিলল—মিরপুরে ছোট পুঁজি নিয়েও ম্যাচ জেতা যায়, যদি বোলাররা ঠিকঠাক ছন্দে থাকে। যদিও ১০৪৬ দিন পর মিরপুরে জয়ের দেখা পেল মিরাজরা।
এমআই