Advertisement
Us Bangla Airlines
লক্ষ্য পূরণ ব্যর্থ মিরাজরা, ২০৭ রানে থামল ইনিংস

লক্ষ্য পূরণ ব্যর্থ মিরাজরা, ২০৭ রানে থামল ইনিংস

খেলা ডেস্ক

১৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের ধাক্কা এখনও টাটকা। এর মাঝেই সামনে আরও বড় চ্যালেঞ্জ—বিশ্বকাপ বাছাইয়ে র‍্যাংকিংয়ে উন্নতি করে জায়গা নিশ্চিত করা। সেই দুই লক্ষ্য নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে ৫০ ওভার প্রায় খেলেও ২০৭ রানে থামল টাইগাররা।

মিরপুরে আজ (শনিবার) শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে এদিনও হতাশায় শুরু হয় সৌম্য-সাইফদের ইনিংস। মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন এই দুই ওপেনার। সাইফ হাসান ৬ বলে ৩ ও দলে ফেরা সৌম্য সরকার ৬ বলে ৪ রান করে। এরপর চাপ সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। 

তৃতীয় উইকেটে গড়া ৭১ রানের জুটিতে কিছুটা স্থিতি ফেরে ইনিংসে। ৬৩ বলে ৩২ রান করে শান্ত ফিরে গেলে সেই জুটি ভাঙে। অপর প্রান্ত আগলে রাখছিলেন তাওহীদ হৃদয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে ক্যারিয়ারের ১১তম ফিফটির দেখা পেয়েছেন তিনি। তবে ফিফটির বেশিক্ষণ টিকতে পারেননি—৯০ বলে ৫১ রান করে বিদায় নেন হৃদয়।

এদিকে অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নজর কাড়েন মাহিদুল ইসলাম অঙ্কন। শুরুতে হৃদয়ের সঙ্গে ৩৬ এবং পরে মেহেদী মিরাজের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে দলের রান এগিয়ে নেন তিনি। ৭৬ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংসে ছিল ৩টি চার।

শেষদিকে রিশাদ হোসেন খেলেন চোখে লাগার মতো এক ঝড়ো ইনিংস। মাত্র ১৩ বলেই ২ ছক্কা ও ১ চারে করেন ২৬ রান। তাঁর ক্যামিওতেই কোনো রকমে দুইশ পার করে বাংলাদেশ। কিন্তু ৫০ ওভার টিকে থাকার লক্ষ্য আজও পূরণ হয়নি মিরাজদের। শেষদিকের ব্যাটিং ধসে ৪৯.৪ ওভারে থেমে যায় ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন পেসার জেইডেন সিলস। মিডল ওভারে মিরাজদের চাপে রাখা রস্টন চেজ ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। মিডিয়াম পেসার জাস্টিন গ্রিভসও পেয়েছেন ২ উইকেটের দেখা। 

এমআই