সুখবর পেল ভারত
খেলা ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতেই চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছিল শুবমান গিলকে। ফলে ওয়ানডে সিরিজে স্কোয়াডে নেই এই ক্রিকেটার। তিন সপ্তাহ তাকে ব্যাট থেকে দূরে রাখতে হলেও এবার আসছে স্বস্তির খবর। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ফিরতে প্রস্তুত ভারতীয় ওপেনার।
ভারত-দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। সিরিজের প্রথম ম্যাচ থেকেই গিলকে পাওয়া যেতে পারে। ভারতের ক্রিকেট বোর্ডের সেন্টার ফর এক্সেলেন্স (সিওই) জানিয়েছে, গিল সফলভাবে রিহ্যাবের সব ধাপ সম্পন্ন করেছেন এবং ফিটনেস টেস্টও পাস করেছেন। অর্থাৎ দলে ফেরার পথে কোনো বাধা নেই।

টেস্ট সিরিজে ভারতের পরিস্থিতি ছিল বেশ হতাশাজনক। দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয়েছে রোহিত-গিলদের। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করার সময় ঘাড়ে তীব্র অস্বস্তি অনুভব করেন গিল। পরক্ষণেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
এরপর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং দুদিন চিকিৎসাধীন থাকার পর ছাড়া পান তিনি। হাসপাতাল ছাড়ার পরই রিহ্যাব শুরু করেন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক গিল। নিয়মিত অনুশীলন আর পুনর্বাসনের সব ধাপ শেষ করে অবশেষে প্রস্তুত তিনি।
সিওই–এর মূল্যায়ন অনুযায়ী, গিল এখন পুরোপুরি ম্যাচফিট এবং সব সংস্করণেই ফেরার মানদণ্ড পূরণ করেছেন। টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে গিলকে নিয়ে এই সুসংবাদ নিঃসন্দেহে বাড়িয়ে দিচ্ছে ভারতের আত্মবিশ্বাস।
এমআই