ইংলিশ কাউন্টি ক্লাবের প্রধান কোচ হলেন রাসেল ডমিঙ্গো
খেলা ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫, ২১:০২
কোচিং ক্যারিয়ারে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার ইংলিশ কাউন্টি ক্রিকেটের ঐতিহ্যবাহী দল হ্যাম্পশায়ারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। দুই বছরের চুক্তিতে তিনি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন।
হ্যাম্পশায়ারে ডমিঙ্গোর সহকারী হিসেবে থাকবেন শেইন বার্গার। স্কটল্যান্ডের সাবেক এই প্রধান কোচ সর্বশেষ সমারসেটের কোচিং প্যানেলে কাজ করেছিলেন।
৫১ বছর বয়সী ডমিঙ্গোর কোচিং প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সহকারী ও প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ সালের আগস্টে তিনি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন। ডমিঙ্গোর অধীনে টাইগাররা ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী দল হিসেবে পরিচিতি পায়।
ডমিঙ্গো থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটে কিছু ইতিহাসও লেখা হয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস, ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয় এবং ২০২৩ বিশ্বকাপ সুপার লিগে তৃতীয় হয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা।
বাংলাদেশ ছাড়ার পর তিনি নিজ দেশের ঘরোয়া দল ‘লায়ন্স’-এর প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের ডাগআউটেও তাকে দেখা গেছে। পিএসএলের গেল আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করেন এই প্রোটিয়া কোচ।
এমআই