Advertisement
Us Bangla Airlines
সন্ধ্যায় ব্রাজিলের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়?

সন্ধ্যায় ব্রাজিলের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়?

খেলা ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

লাতিন ছোঁয়ায় আজ মুখর হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। শুক্রবার (৫ ডিসেম্বর) পর্দা উঠছে লাতিন বাংলা সুপার কাপ ফুটবলের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের প্রতিপক্ষ ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

রেড গ্রিন ফিউচার স্টার মূলত অনূর্ধ্ব-১৭ ভিত্তিক দল। সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইপর্বে খেলা ১৯ জন তরুণ ফুটবলারের সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছে চার প্রবাসী। যুক্তরাষ্ট্রের বীতশোক চাকমা, ইংল্যান্ডের কাসপার হক ও ইব্রাহীম নাওয়াজ এবং অস্ট্রেলিয়াপ্রবাসী ইশান মালিক।

বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন দল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের পরিকল্পনা প্রকাশ করে। ব্রাজিল এবং আর্জেন্টিনা শিরোপা জয়ের লক্ষ্য জানালেও বাংলাদেশের কোচ ইমরুল হাসান বিষয়টিকে দেখছেন বড় শেখার সুযোগ হিসেবে।

ইমরুল বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল সম্পর্কে খুব বেশি জানি না। তবে তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য দুর্দান্ত সুযোগ। তরুণরা অনেক কিছু শিখবে, আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’ তরুণ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বীতশোক চাকমা জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারা বড় অভিজ্ঞতা হবে।

খেলা দেখবেন কোথায়?

হতাশার খবর হলো, আজকের ম্যাচের কোনো টিভি সম্প্রচার নেই। আয়োজক এএফ বক্সিং প্রমোশন জানায়, টি-স্পোর্টসের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত সম্প্রচারের জন্য তা চূড়ান্ত হয়নি। তবে ম্যাচটি দেখা যাবে আরটিভি স্পোর্টস এবং এএফ বক্সিং প্রমোশন এই দুই প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেসবুক পেজে।

বাফুফের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১১ ডিসেম্বর। স্টেডিয়ামের গেট থেকে ম্যাচের দিন টিকিট সংগ্রহ করেও সরাসরি খেলা দেখা যাবে।

এমআই