চমক রেখেই বিপিএলের সূচি প্রকাশ করল বিসিবি
খেলা ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ২২:২৫
সর্বশেষ কয়েক বছর ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার সিলেট থেকে মাঠে গড়াবে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নতুনত্ব আনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। যদিও কিছু সময় আগে গুঞ্জন উঠেছিল, সিলেটে শুরু হচ্ছে না বিপিএল।
মূলত আবাসন সংকটের কারণে ঢাকায় পর্ব দিয়ে বিপিএল শুরু করার কথা ছিল। তবে এখানেই চমক দেখাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সূচিতে সিলেটেই প্রথম ম্যাচ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। আগামী ২৬ ডিসেম্বের এই টুর্নামেন্ট শুরু হবে।
বিসিবির একজন কর্মকর্তা জানান, ‘ঢাকায় শুরু করলে কয়েক দিনের ব্যবধানে আবার সিলেট যেতেই হতো। লজিস্টিক সমস্যা থাকলেও আমরা তা সামলাতে পেরেছি। আশা করছি কোন ধরনের সমস্যা হবে না।’
সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম দিন দুটি ম্যাচ। সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের, আর একই দিনে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। বিপিএলের ৩৪ ম্যাচ তিনটি ভেন্যুতে আয়োজন করা হবে—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা।
সিলেট পাবে ১২টি ম্যাচ, সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবচেয়ে কম ম্যাচ। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালসহ এই ভেন্যুতে ম্যাচ সংখ্যা মাত্র দশটি।
আগামী ১৯ জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে। বিপিএল শুরুর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।
ভেন্যু অনুযায়ী প্রধান তারিখ
২৬ ডিসেম্বর: সিলেট পর্ব শুরু
৫ জানুয়ারি: চট্টগ্রাম পর্ব শুরু
১৬ জানুয়ারি: ঢাকা পর্ব শুরু
১৯ জানুয়ারি: এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার
২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার
২৩ জানুয়ারি: ফাইনাল ম্যাচ
এমআই