পাল্টে যাচ্ছে বিপিএলের উদ্বোধনী ম্যাচের ভেন্যু
খেলা ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ২১:১৩
সিলেটে বিপিএলের নতুন আসর শুরু হবে। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরছিল ক্রিকেট মহলে। ২০১৭ সালের পর আবারও সিলেটেই উদ্বোধনী পর্ব আয়োজনের আশা করেছিলেন অনেক ভক্তই। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল পরিকল্পনা। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, আসরের প্রথম বল উঠবে ঢাকাতেই।
টুর্নামেন্টের শুরুর ভেন্যু বদলে যাওয়ার পেছনে রয়েছে বাস্তবতা। বছরের শেষ দিকে সিলেট রূপ নেয় উৎসবের নগরীতে—দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। বাড়তি চাপের কারণে শহরের হোটেলগুলোতে পর্যাপ্ত কক্ষ খালি না থাকায় বিপাকে পড়ে বিপিএল আয়োজকরা। অবশেষে বাধ্য হয়েই ঢাকাকে উদ্বোধনী কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম চার দিন ম্যাচ হবে ঢাকায়। এরপর টুর্নামেন্ট যাবে সিলেট, তারপর চট্টগ্রাম, আর শেষ পর্ব আবার ফিরবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিপিএল কর্তৃপক্ষ, তবে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে।
এরই মধ্যে নিলাম শেষ করে ছয়টি দলই সাজিয়েছে নিজেদের স্কোয়াড। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আসরকে কেন্দ্র করে উৎসাহ ও উত্তেজনা বেড়েই চলেছে ক্রিকেটভক্তদের মাঝে—উদ্বোধনী ভেন্যু যেমনই হোক, মাঠের লড়াই যে দারুণ জমবে, সে আশা এখনই স্পষ্ট।
এমআই