বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার
খেলা ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪
মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। নতুন আসরকে ঘিরে গতকাল রোববার ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে ১৪৭ জন স্থানীয় ক্রিকেটার তালিকাভুক্ত থাকলেও দল পেয়েছেন ৭৩ জন। বিদেশি বিভাগে থাকা আড়াইশ ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন মাত্র ১২ জন।
নিলামের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বাঁহাতি ওপেনার নাইম শেখ। চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানসের ত্রিমুখী লড়াই শেষে তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে টেনে নেয় চট্টগ্রাম। সর্বোচ্চ দর পেয়ে নিলামের শিরোনামও নিজের করে নেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন উদীয়মান ব্যাটার তাওহীদ হৃদয়। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্য থেকে কয়েক ধাপ উপরে উঠে তাকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। এরপর তালিকার তৃতীয় স্থানে আছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ‘এ’ ক্যাটাগরিতে থাকা লিটনকে ৭০ লাখ টাকায় দলে টেনে নিয়েছে রংপুরই।
শীর্ষ দশের বাকি নামগুলোতেও রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব, দুজনের মূল্যই উঠেছে ৬৮ লাখ টাকা। তাদের পরেই আছেন নাহিদ রানা ও শামীম পাটোয়ারী, যাদের দাম দাঁড়িয়েছে ৫৬ লাখ। মোহাম্মদ মিঠুনকে নেওয়া হয়েছে ৫২ লাখ টাকায়।
জাতীয় দলের অনভিষিক্ত ক্রিকেটার হাবিবুর রহমান সোহান পেয়েছেন ৫০ লাখ। আর তালিকা সম্পূর্ণ করেছেন সৈয়দ খালেদ আহমেদ, যার দর উঠেছে ৪৭ লাখ টাকায়।
একনজরে নিলামের দামি ১০ ক্রিকেটার
| ক্রিকেটার | মূল্য | দল |
|---|---|---|
| নাইম শেখ | ১ কোটি ১০ লাখ | চট্টগ্রাম রয়্যালস |
| তাওহীদ হৃদয় | ৯২ লাখ | রংপুর রাইডার্স |
| লিটন দাস | ৭০ লাখ | রংপুর রাইডার্স |
| মোহাম্মদ সাইফউদ্দিন | ৬৮ লাখ | ঢাকা ক্যাপিটালস |
| তানজিম হাসান সাকিব | ৬৮ লাখ | রাজশাহী ওয়ারির্য়স |
| নাহিদ রানা | ৫৬ লাখ | রংপুর রাইডার্স |
| শামীম পাটোয়ারী | ৫৬ লাখ | ঢাকা ক্যাপিটালস |
| মোহাম্মদ মিঠুন | ৫২ লাখ | ঢাকা ক্যাপিটালস |
| হাবিবুর রহমান সোহান | ৫০ লাখ | নোয়াখালী এক্সপ্রেস |
| সৈয়দ খালেদ আহমেদ | ৪৭ লাখ | সিলেট টাইটানস |
এমআই