Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপের আগে শেষ ম্যাচ নিয়ে যা বললেন টাইগার কোচ

বিশ্বকাপের আগে শেষ ম্যাচ নিয়ে যা বললেন টাইগার কোচ

খেলা ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আগামী ফেব্রুয়ারি থেকেই শুরু বিশ্ব মঞ্চের লড়াই। তার আগে বাংলাদেশ দল শেষ আন্তর্জাতিক প্রস্তুতি সেরেছে আয়ারল্যান্ড সিরিজে। এরপর বিপিএল নিয়ে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। ফলে টানা খেলার চাপ ও ক্লান্তি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ব্যাপারটিকে পুরোপুরি ইতিবাচকভাবে দেখছেন পেস বোলিং কোচ শন টেইট।

শেষ টি-টোয়েন্টির আগে টেইট স্পষ্ট জানালেন, বিপিএলই বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ প্ল্যাটফর্ম। তিনি বলেন, ‘ইনজুরি নিয়ে ভাবছি না, এটা কারও নিয়ন্ত্রণে নেই। কিন্তু বিশ্বকাপের আগে বিপিএল হওয়াটা দারুণ। খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটেই থাকবে, এটাই বড় ইতিবাচক দিক।’

বিশ্বকাপের প্রতিপক্ষ নিয়ে বাড়তি ভাবনায় নেই টেইট। তাঁর চোখে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ—সবাই সমান চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কার বিপক্ষে খেলছি সেটা মুখ্য নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে নামলে প্রতিদিনই সেরা পারফরম্যান্স দিতে হয়।’

বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও টেইট খুব স্বচ্ছন্দ, জটিলতায় না গিয়ে ওপর জোর দিচ্ছেন ম্যাচ জিততে। তার মতে, ‘প্রস্তুতি ভালোই হয়েছে। সামনে প্রস্তুতি ম্যাচও আছে। অতিরিক্ত ভাবনার কিছু নেই। ভালো খেলে ম্যাচ জিতলেই আত্মবিশ্বাস বাড়বে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগের আত্মবিশ্বাসকেও গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘গত ম্যাচের প্রতিফলন মাঠে কাজে লাগাতে হবে। আয়ারল্যান্ড ভালো দল, টি-টোয়েন্টিতে বেশ গোছানো। আমরাও এমন চ্যালেঞ্জই চাই। এরপরের ম্যাচ তো বিশ্বকাপেই।’

এমআই