বিপিএল নিলামে বাজেটে চমক, কে কত খরচ করল?
খেলা ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
বিপিএল নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে ছিল ৪ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত খরচ করার সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত কেউই সেই সর্বোচ্চ সীমায় পৌঁছায়নি। সবচেয়ে বেশি খরচ করেছে রংপুর রাইডার্স। ১২ জন স্থানীয় ক্রিকেটার নিতে তাদের ব্যয় হয়েছে ৪ কোটি ১৬ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ খরচের তালিকায় আছে চট্টগ্রাম রয়্যালস। মোট ব্যয় ৩ কোটি ৮৭ লাখ টাকা, যার বড় অংশটাই গেছে প্রথম ডাকেই। মোহাম্মদ নাঈমকে দলে ভেড়াতে খরচ করতে হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। আর সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্সের ব্যয় দাঁড়িয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকায়।
স্থানীয়দের পেছনে সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। ১২ ক্রিকেটার নিতে তারা খরচ করেছে ২ কোটি ৬৩ লাখ টাকা। সিলেট টাইটানস ব্যয় করেছে ২ কোটি ৭৪ লাখ, আর ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।
বিদেশিদের ক্ষেত্রে বাজেট ছিল আরও বড়। প্রতিটি দল ৩ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত ব্যয় করার সুযোগ পেয়েছিল। কিন্তু নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স বিদেশি বাজারে ছিলেন প্রায় নিশ্চুপ। ৫০ হাজার ডলারও খরচ করেনি তিন দলই।
বিপরীতে সবচেয়ে সক্রিয় ছিল ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটার কিনতেই তারা ঢেলেছে সর্বোচ্চ ৭৫ হাজার ডলার। নিলাম থেকে তিনজন বিদেশিকে দলে টানা একমাত্র ফ্র্যাঞ্চাইজি তারাই। তবে নিলামের বাইরে সরাসরি চুক্তিতে সীমাহীন বিদেশি ক্রিকেটার ভেড়ানোর সুযোগ পাচ্ছে প্রতিটি দল।
এমআই