তীব্র শীতেও প্রতিপক্ষের জালে ৫ গোল দিল বাংলাদেশ
খেলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১৬:০৬
চীনের চংকিংয়ের তীব্র শীতও থামাতে পারল না লাল-সবুজ তরুণদের। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে হারিয়েছে ৫-০ গোলের দাপুটে ব্যবধানে। রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি, আকাশ আহমেদ একটি করে এবং মানিক করেছেন জোড়া গোল।
প্রথমার্ধ থেকেই ছন্দ ধরে আক্রমণে ঝাঁপায় বাংলাদেশ। ১১ মিনিটে মানিকের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে এগিয়ে দেন রিফাত কাজী। ২৮ মিনিটে ফয়সালের ফ্রি-কিক ধরে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। বিরতির ঠিক আগেই বক্সের জটলা থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন তিনি। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ৩-০ লিডে।
বিরতির পরও থামেনি গোলের ধারা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আজাদের থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় বল জালে পাঠান বায়েজিদ বোস্তামি। তিমুরলেস্তে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে পড়লে ৮৮ মিনিটে দূরপাল্লার শটে স্কোরলাইনে নাম লেখান আকাশ আহমেদ। বড় ব্যবধানেই শেষ হয় বাংলাদেশের উৎসব ৫-০ গোলে।
বাফুফে পাঠানো ভিডিও বার্তায় সন্তুষ্টি ঝরেছে কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠে। তিনি বলেন, ‘খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলেছে, এজন্য তাদের ধন্যবাদ। প্রথম মিনিট থেকেই হাই প্রেসিং ও বিল্ড-আপ ফুটবল খেলে সুযোগ তৈরি করেছে। লক্ষ্য ছিল শুরুতেই গোল পাওয়া—সেটি আমরা করতে পেরেছি।’
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের গ্রুপ–এ খেলছে বাংলাদেশ। স্বাগতিক চীনের পাশাপাশি গ্রুপে রয়েছে ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা এবং বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন দলই জায়গা পাবে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূলপর্বে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ নভেম্বর, প্রতিপক্ষ ব্রুনাই দারুসসালাম। তরুণদের এই ধারাবাহিকতা বজায় থাকলে টুর্নামেন্টে আরও চমক দেখার অপেক্ষা রইল।
এমআই