আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ
খেলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৭
আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে দ্বিতীয়বার দলবদলের বেড়াজালে পড়েছেন বাংলাদেশি তারকা। দুবাই ক্যাপিটালসের ফেসবুক পেইজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুবাই ক্যাপিটালসের পেইজ থেকে বলা হয়, ‘ক্রিকেটার জিএম রিতেশের পরিবর্তে মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছে। আইএল টি-টোয়েন্টির চতুর্থ মৌসুমে দুবাই ক্যাপিটালসের জার্সিতে খেলবেন মোস্তাফিজুর রহমান।’ পেইজে টাইগার পেসারকে “অতীব প্রয়োজনীয়” বোলার অ্যাখ্যা দেওয়া হয়।

এর আগে লুক উডের বদলি হিসেবে নিলামের আগেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। পরে টাইগার পেসারকে ছেড়ে স্পিনার হায়দার আলীকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার জিএম রিতেশ নামে আরেক ক্রিকেটারকে ছেড়ে মোস্তাফিজকে দলে নেয় দুবাই ক্যাপিটালস।
এর আগে মোস্তাফিজকে বাদ দিলেও কারণ স্পষ্ট করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এনওসি না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দলটি। তবে পুনরায় মোস্তাফিজকে দলে নিলেও বিপিএলের সঙ্গে সাঙ্গর্ষিক হওয়ার বিষয় থাকছে।

সরাসরি চুক্তিতে মোস্তাফিজ দল পেলেও নিলাম থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব, তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
অন্যদিকে তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে তারা। তবে শেষ পর্যন্ত তাসকিন-মোস্তাফিজ অনাপত্তিপত্র পান কি না, সেটাই দেখার বিষয়।
এমআই