Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ডসহ প্রতিপক্ষ যারা

বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ডসহ প্রতিপক্ষ যারা

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৫, ১৯:২৩

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০ দলের এ মেগা ইভেন্টের গ্রুপিং প্রকাশ পাবে ২৫ নভেম্বর মুম্বাইতে। তবে তার আগেই সম্ভাব্য গ্রুপ-চিত্র জানিয়ে দিয়েছে ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজ। তাতেই দেখা যাচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা টাইগারদের একই গ্রুপে পড়ার সম্ভাবনা রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৬)-এর সঙ্গে। গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে নেপাল (১৭) ও ইতালি (২৮)।

ক্রিকবাজের পূর্বাভাস অনুযায়ী আয়োজক ভারত পাচ্ছে তুলনামূলক সহজ পথ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপে থাকতে পারে পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, ভেন্যু শ্রীলঙ্কার কলম্বো; কারণ পাকিস্তান এবার ভারতের মাটিতে খেলবে না।

অন্য আয়োজক শ্রীলঙ্কার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তাদের সম্ভাব্য গ্রুপে থাকতে পারে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।

২০২৪ বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকার গ্রুপও সহজ নয়—তাদের মুখোমুখি হতে হতে পারে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডার সঙ্গে।

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে ভারতের মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ এবং শ্রীলঙ্কার কলম্বো-ক্যান্ডি। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে লঙ্কান মাটিতে।

এমআই