Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আমলেই নিচ্ছে না বাংলাদেশ

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আমলেই নিচ্ছে না বাংলাদেশ

খেলা ডেস্ক

০১ জানুয়ারি ২০২৫, ২১:০৪

বাইশ গজে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, এমন ম্যাচে প্রমাদ গুনে বিশ্বের বাঘা বাঘা দল। কিন্তু অজিদের গ্রুপ সঙ্গী হয়েও ন্যূনতম পরোয়া করছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। উল্টো বাংলাদেশকে নিজেদের গ্রুপে দেখে অজি মেয়েরা আতঙ্কিত হবে বলে জানিয়েছেন টাইগ্রেসদের যুব দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। 

বুধবার (১ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের ফটোসেশন পর্বের পর তিনি এ কথা বলেন। সুমাইয়া বলেন, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’

মালেয়েশিয়ায় আগামী ১৮ জানুয়ারি যুবা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ডের সাথে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কার সাথে অবশ্য চার ম্যাচের সিরিজ খেলবে সুমাইয়াদের দল। সেখান থেকে সরাসরি চলে যাবেন বিশ্বকাপে।

লঙ্কা সিরিজ ও বিশ্বকাপের উদ্দেশ্যে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বিশ্বকাপে ভালো করার আশাবাদ শুনিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। তিনি বলেন, ‘আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

অধিনায়ক সুমাইয়ার মতো এ দল নিয়ে আশাবাদী তাদের কোচ সরওয়ার ইমরান। যদিও ব্যাটিং নিয়ে একটু ভাবনার জায়গা তার আছে। দেশের অন্যতম সেরা এ কোচ বলেন, ‘দলের ফিল্ডিং, বোলিং এগুলো টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখনও… ভালো ব্যাটিং করে, তবে অভিজ্ঞতা কম। ম্যাচ খেলার, টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কম। এজন্য ব্যাটিংকে একটু ‘ইয়ে’ করে রাখছি। তারপরও গত দুই মাস ধরে অনুশীলন করে দলকে একটা অবস্থায় নিতে পেরেছি। আমি আশাবাদী যে দল ভালো করবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

 

এমআই