
২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম পেল বাফুফে
খেলা ডেস্ক
০১ জানুয়ারি ২০২৫, ১৭:২৫
দেশের ফুটবলে ভালো মাঠের অভাব দীর্ঘদিনের। একমাত্র ভরসা হিসেবে থাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও চলছে সংস্কার কার্যক্রম। কবে নাগাদ এ সংস্কার শেষ হবে, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। এমন সংকটের মাঝে গত কয়েক বছরে হোম ম্যাচগুলো বসুন্ধরা কিংস অ্যারেনাতেই আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বঙ্গবন্ধু স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হলেই যে মাঠ সংকট কেটে যাবে, তা বলার সুযোগ নেই। এমনকি একটা-দুইটা আন্তর্জাতিক মাঠ দিয়ে একটি দেশের ফুটবল চালানো অসম্ভব প্রায়। সেসব মাঠে ঘরোয়া ফুটবল ম্যাচ নিয়মিত হলেও অভিযোগ আছে অনেক। ফলে মাঠ সংকট কাটাতে ক্রীড়া পরিষদের কাছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম চেয়েছিল বাফুফে।
ক্রীড়া পরিষদও হতাশ করেনি। বাফুফেকে দশ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ দিয়েছিল ক্রীড়া পরিষদ। কিন্তু তাতে খুশি হতে পারেনি দেশের ফুটবল অভিভাবক সংস্থা। বাফুফের দাবি ছিল, অন্তত ২৫ বছরের জন্য তাদের স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হোক।
বাফুফের এমন দাবির পেছনেও আছে যৌক্তিক কারণ। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো স্থাপনা যদি ফিফার কোনো সদস্য সংস্থার কমপক্ষে ২০ বছরের অধিকার না থাকে, সেখানে ফিফা বিনিয়োগ করে না। ফলে এই মাঠের আধুনিকায়নের স্বার্থে এবং ফিফার বিনিয়োগ প্রাপ্তির বিষয়টি মাথায় রেখে স্টেডিয়ামটি দীর্ঘ সময়ের জন্য চেয়েছিল বাফুফে।
অবশেষে বাফুফের দাবিতে সাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামকে বরাদ্দ পেয়েছে ফুটবল ফেডারেশন। বছরের প্রথম দিনেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই এ সুখবর জানিয়েছেন।
এমআই