Advertisement
Us Bangla Airlines
ফের শুরু হচ্ছে এনসিএল, ভেন্যুতে বড় পরিবর্তন

ফের শুরু হচ্ছে এনসিএল, ভেন্যুতে বড় পরিবর্তন

খেলা ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬

দীর্ঘ বিরতির পর আবার মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া এই টুর্নামেন্ট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে। তবে বাকি সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

গত ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হয়েছিল। রাজশাহী ও বগুড়ায় হওয়া প্রথম দিনের ম্যাচগুলো থেকেই দেখা দেয় বৃষ্টির হানা। রাজশাহীর ম্যাচটি ৫ ওভারে হলেও বগুড়ার ম্যাচটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়।

আবহাওয়ার পূর্বাভাসে টানা বৃষ্টির শঙ্কায় বগুড়ার ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় রাজশাহীতে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। টানা তিন দিনের বৃষ্টিতে ছয়টি ম্যাচের মধ্যে মাঠে গড়ায় মাত্র একটি, বাকি পাঁচটি ম্যাচই পরিত্যক্ত হয়।

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে রাজশাহী ও বগুড়ার দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে দেশের বাইরে না গিয়েও ঘরোয়া ক্রিকেটেও উত্তাপ ছড়ানো যায়। কিন্তু বৈরী আবহাওয়াই শেষ পর্যন্ত আনন্দে বাধ সেধেছে।

আবহাওয়ার অবস্থা বিবেচনায় আয়োজকরা তখন নিশ্চিত হতে পারেননি বৃষ্টি কবে নাগাদ কমবে। তাই ‘সেইফ জোন’ হিসেবে সিলেটকে বেছে নেওয়া হয়েছে বাকি সব ম্যাচের জন্য। এখন অপেক্ষা—আবহাওয়া সহায়ক থাকলে শেষ পর্যন্ত টুর্নামেন্টটা সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হবে।

এমআই