Advertisement
Us Bangla Airlines
এবার থাইল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে আফিদা-ঋতুপর্ণারা

এবার থাইল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে আফিদা-ঋতুপর্ণারা

খেলা ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ১৯:০০

এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর মার্চে এশিয়ান কাপ উপলক্ষ্যে ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী অক্টোবরে নারী ফিফা উইন্ডোতে থাইল্যান্ডে দুইটি প্রীতি ম্যাচ খেলবেন আফিদা-ঋতুপর্ণারা। ২৫ ও ২৮ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ ফেডারেশন ভবনে সাংবাদিকদের বলেন, ‘অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দুইটি ম্যাচ খেলব। এটা চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনাম অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।’

অক্টোবরে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে জাপানে। সেখানে সপ্তাহ তিনেক অনুশীলন করবে,‌ ‘জাপানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দুইটি ম্যাচ খেলব। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি।’

‘নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারি। অ-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে। সিনিয়র দলের সঙ্গে অ-২০ দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে’- যোগ করেন তিনি।

এক সময় বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে অনকে দেশই খেলতে চাইতো না। এখন বাংলাদেশের র‍্যাংকিং ১০৩। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশই সবচেয়ে বেশি উন্নতি করেছে। যা ফিফা বিশেষভাবে আলোকপাত করেছে। এরপরও নাকি কিরণকে যোগাযোগ করেই উইন্ডোর দল ঠিক করতে হয়।

কিরণ বলেন, ‘সত্যিকার অর্থে বলতে গেলে ব্যক্তিগত যোগাযোগেই দল ঠিক হচ্ছে। আমার সঙ্গে অনেক দেশের পরিচয়। আগে তাদের সভাপতি, সেক্রেটারির সঙ্গে আলাপ করি। এরপর অফিসকে আনুষ্ঠানিক চিঠি দিতে বলি। র‍্যাংকিংয়ে প্রভাব এখনো পড়েনি তবে অবশ্যই সামনে পড়বে।’

এমআই