
তামিম-ইমনের পর এশিয়া কাপের তৃতীয় ওপেনার কে?
খেলা ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ১২:৩৩
এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন আজ। আইসিসির কাছে স্কোয়াড জমা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমে তা ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ সবশেষ সিরিজের স্কোয়াড নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে। তবে বাংলাদেশের তৃতীয় ওপেনারের জায়গা নিয়ে চলছে যত জল্পনা-কল্পনা।
শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে তৃতীয় ওপেনারের ভূমিকায় ছিলেন নাইম শেখ। ঘরোয়া লিগে দাপিয়ে বেড়ানো এই ব্যাটার আন্তর্জাতিক অঙ্গনে পুরো চুপসে যান। দুই সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। এমনকি বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচেও বলার মতো কিছু করতে পারছেন এই ওপেনার। তাতে ওঠেছে প্রশ্ন, তামিম-ইমনের সঙ্গী হবেন কে!
টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কয়েকটি ম্যাচে ভালো করেছেন জিসান আলম। তবে তাকে নেদারল্যান্ডসের বিপক্ষে দলে সুযোগ দেয়া হবে কি না সে বিষয়েও নিশ্চিত করে জানা যায়নি। কেননা জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত অভিষেক তো দূরের কথা, কখনো ডাকও পাননি জিসান আলম।
তৃতীয় ওপেনার হিসেবে আরেকটি বিকল্প হতে পারেন সৌম্য সরকার। বড় টুর্নামেন্ট এলেই যেন সৌম্যের নাম চলে আসে বাংলাদেশ ক্রিকেটে। যদিও সৌম্যও কোথাও বলার মতো কিছু করেননি। আবার ইনজুরির কারণেই দল থেকে ছিটকে গিয়েছিলেন। তবে অভিজ্ঞতার বিচারে তিনি থাকছেন এগিয়ে।
সাবেক ক্রিকেটার এবং দেশের ঘরোয়া ক্রিকেটের তারকা এক কোচও এমনটা জানালেন। তিনি বলেন, ‘আমার হিসাবের সৌম্য এগিয়ে থাকবে অভিজ্ঞতার বিচারে। জিসানকে নিয়েও কথা হবে। কিন্তু সে বড় কোনো টুর্নামেন্টে ধারাবাহিক রান করতে পারেনি। যেমনটা নাঈম শেখ করে এনসিএল বা বিপিএলে।’
তিনি আরও বলেন, ‘জিসান প্রসেসের মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে রেডি হচ্ছে। তাকে এখন নেদারল্যান্ডস সিরিজে নিয়ে যদি না খেলায় এরপর এশিয়া কাপেও না খেলায়। এরপর এনসিএলে ফেল করে তাহলে তো আবার বাদ যাবে। যা তার জন্য ঠিক হবে না। তবে আমার ধারণা এই মুহূর্তে নাঈমের থেকে সৌম্যর সুযোগ বেশি।’
এমআই