
রেকর্ড গড়ে সাকিবের পাশে জায়গা নিলেন সৌম্য সরকার
খেলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ২০:১৬
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) গেল মৌসুমে দুর্দান্ত সময় পার করেছিলেন সৌম্য সরকার। রংপুর রাইডার্সের জার্সিতে পাঁচ ম্যাচে ৪৭ গড়ে ১৮৮ রান করেছিলেন তিনি। জিএসএলে চলতি আসরেও রংপুরের হয়ে খেলছেন সৌম্য। দুই ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি।
জিএসএলে গায়নার বিপক্ষে প্রথম ম্যাচে ৩৫, হোবার্টের সঙ্গে ৫, দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩৬ রান করেছিলেন সৌম্য। তবে গতকাল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ডাক মেরেই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। সেন্ট্রালের স্পিনার অ্যাঙ্গাস শয়ের বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন সৌম্য।
নিজের মোকাবেলা করা প্রথম বলে আউট হওয়ায় আরেকটি ‘গোল্ডেন ডাক’মেরেছেন এই ব্যাটার। শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন সৌম্য সরকার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার তালিকায় শীর্ষে উঠেছেন তিনি।
এ তালিকায় অবশ্য সৌম্য একা নয়, আগে থেকেই জায়গা নিয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। কুড়ি ওভারের ক্রিকেটে এই দুই ব্যাটার ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন। বাংলাদেশের আর কোনো ব্যাটার ২৫টি ডাকও হজম করেননি।
শূন্য রানে আউট হওয়ার তালিকায় সাকিব-সৌম্যের পরেই আছেন ইমরুল কায়েস। টাইগার ওপেনার ২২টি টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এ ছাড়া তামিম ২০ ও মুশফিক ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন। লজ্জার রেকর্ডে কোনো ক্রিকেটারই যে সৌম্য-সাকিবকে ছুঁতে চাইবে না, তা অনুমেয়।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড ক্যারিবিয়ান তারকা সুনিল নারিনের। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিন অলরাউন্ডার ইতোমধ্যে ডাক মারার ‘ফিফটি’ করেছেন। শূন্য রানে আউট হওয়ার তালিকায় যথাক্রমে ৮ ও ৯ নম্বরে রয়েছেন সৌম্য এবং সাকিব আল হাসান।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ‘ডাক’ মারা বাংলাদেশি
খেলোয়াড়ের নাম | ডাক সংখ্যা |
---|---|
সাকিব আল হাসান | ৩২ |
সৌম্য সরকার | ৩২ |
ইমরুল কায়েস | ২২ |
তামিম ইকবাল | ২০ |
মুশফিকুর রহিম | ১৯ |
এমআই