Advertisement
Us Bangla Airlines
দুই ওভারে দুই হ্যাটট্রিক, বাংলাদেশি কিশোরের বিশ্ব রেকর্ড!

দুই ওভারে দুই হ্যাটট্রিক, বাংলাদেশি কিশোরের বিশ্ব রেকর্ড!

খেলা ডেস্ক

১১ জুলাই ২০২৫, ১৬:১৫

ক্রিকেটে হ্যাটট্রিক পাওয়া প্রতিটি বোলারের জন্যই এক অনন্য অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পাঁচবার হ্যাটট্রিক নেওয়ার কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার। এমনকি টানা চার বলে চার উইকেট নেওয়ার নজিরও গড়েছেন তিনি। তবে পরপর দুই ওভারে দুই হ্যাটট্রিক— এমন কীর্তি করতে পারেননি কেউই। সেই বিরল ইতিহাসই এবার গড়েছেন বাংলাদেশের এক বোলার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ডিভিশন সিক্সে অভাবনীয় এই কৃতিত্বের জন্ম দিয়েছেন বাংলাদেশের স্পিনার কিশোর কুমার সাধক। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ক্রিকেটারের বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায়। ২০১৮ সালে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে এসেক্সের রেইনহ্যাম ক্রিকেট ক্লাবের হয়ে শুরু হয় তার প্রবাসী ক্রিকেট-অধ্যায়।

বর্তমানে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার দলের হয়ে খেলছেন তিনি। সম্প্রতি কেসগ্রেভের বিপক্ষে ম্যাচে ৬ ওভারে ২১ রানে ৬ উইকেট নেওয়ার পথে, নিজের ব্যক্তিগত চতুর্থ ও পঞ্চম ওভারে পরপর দুটি হ্যাটট্রিক করেন কিশোর। ছয় উইকেটের মধ্যে পাঁচজনকে বোল্ড এবং একজনকে ক্যাচ আউট করেন তিনি।

এই কীর্তির মাধ্যমে কিশোর কুমার হন বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার, যিনি একই ইনিংসে, পরপর দুই ওভারে দুই হ্যাটট্রিক করলেন। এর আগে ১৯১২ সালে অস্ট্রেলিয়ান জিমি ম্যাথিউস এবং ২০১৭ সালে মিচেল স্টার্ক এক ম্যাচে দুটি হ্যাটট্রিক করলেও, সেগুলো ছিল ম্যাচের আলাদা দুই ইনিংসে।

ম্যাচ শেষে বিবিসি এসেক্সের সঙ্গে এক আলাপচারিতায় কিশোর বলেন, “যখন দেখলাম ষষ্ঠ ব্যাটারটি বোল্ড আউট হয়েছে, আমি যেন আকাশে উড়ছিলাম। এটি ছিল এক দুর্দান্ত অনুভূতি। ম্যাচ শেষে অনেক ফোন কল পেয়েছি। আমরা রেস্টুরেন্টে গিয়ে আড়াই ঘণ্টা আনন্দ করেছি। দারুণ একটা স্মৃতি হয়ে থাকবে।”

উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র ৮ জন বোলার এক ম্যাচে দুইবার হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন। এর মধ্যে একই ইনিংসে দুটি হ্যাটট্রিক ছিল কেবল ইংল্যান্ডের অ্যালবার্ট ট্রট ও ভারতের জোগিন্দার সিং রাও-এর। তবে পরপর দুই ওভারে দুটি হ্যাটট্রিক কিশোর কুমার ছাড়া আর কেউই করতে পারেননি— যা তাকে দাঁড় করিয়েছে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য উচ্চতায়।

এমআই