Advertisement
Us Bangla Airlines
২ রানে অলআউট পুরো দল, ভাঙল ২১৫ বছরের রেকর্ড!

২ রানে অলআউট পুরো দল, ভাঙল ২১৫ বছরের রেকর্ড!

খেলা ডেস্ক

২৬ মে ২০২৫, ১৮:৪৫

শিরোনামই প্রতিবেদনের গল্প অনেকটা পরিষ্কার করে দিচ্ছে। অনিশ্চয়তার ক্রিকেট ম্যাচে মাত্র দুই রানে অলআউট হয়েছে কোনো দল। ক্রিকেট ইতিহাসে এটি এখনও পর্যন্ত সর্বনিম্ন স্কোর। বিপরীতে ৪২৪ রানের বড় জয় পেয়েছে প্রতিপক্ষ দল। মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে এমনটাই ঘটেছে।

টুর্নামেন্টটির তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে খেলেছিল নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি মিডডেক্স। ৪৫ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে নর্থ লন্ডন সিসি ৬ উইকেটে ৪২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে ড্যান সিমন্স ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া জ্যাক লেভিথ ৪৩ এবং নাবিল আব্রাহামস ৪২ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই সবগুলো উইকেট হারায় রিচমন্ড ক্রিকেট ক্লাব। ৪৫ ওভারের ম্যাচে মাত্র ৫.৪ ওভার ব্যাট করেছিল দলটি। তাতে শূন্য রানে আউট হয়েছেন রিচমন্ডের ৮ ব্যাটার। টম পেড্রিস নামের একজন ব্যাটার মাত্র এক রান করেছিলেন। অতিরিক্ত রানের খাতা থেকে বাকি এক রান পেয়েছিল রিচমন্ড।

তাতে মাত্র ২ রানের মাথায় অলআউট হয়ে যায় রিচমন্ড ক্রিকেট ক্লাব। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসে এত কম রানে আউট হয়নি কোনো দল। এর আগে ১৮১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানে আউট হওয়ার রেকর্ড গড়েছিল দ্য বিএস। সেই ম্যাচে, দ্য বিএস-এর পুরো দল মাত্র ৬ রানে আউট হয়ে গিয়েছিল। 

এছাড়াও, ১৮৭৭ সালের ২৪ মে ম্যাগডালিন কলেজ মাঠে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) অক্সফোর্ড ইউনিভার্সিটিকে মাত্র ১২ রানে অলআউট করে। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড হিসেবে বিবেচিত হয়। এই ম্যাচে অক্সফোর্ড ইউনিভার্সিটির ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন।

এশিয়াতে সবচেয়ে কম রানে কোনো দলের আউট হওয়ার রেকর্ড হয়েছিল শ্রীলঙ্কায়। ২০১৪-১৫ মৌসুমে শ্রীলঙ্কা এয়ার ফোর্স স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ৩১ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কার গ্যাল ক্রিকেট ক্লাব। এটি শ্রীলঙ্কাসহ পুরো এশিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো দলের সবচেয়ে কম রানে আউট হওয়ার ঘটনা।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে সর্বনিম্ন আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা। ওয়ানডেতে মাত্র ২৪ রানে আউট হয়ে সর্বনিম্ন রান করার রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে সব উইকেট হারিয়েছিল আইভরি কোস্ট।

এমআই