
নারী ফুটবলে যুক্ত হচ্ছেন আরও তিন বিদেশি!
খেলা ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১৩:২৭
এশিয়ান কাপে খেলার আগে সর্বোচ্চ প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ নারী দল। এশিয়ার চূড়ান্ত পর্বে ভালো খেলতে পারলে অলিম্পিক ও বিশ্বকাপে খেলার পথ সুগম হবে। ফুটবলে এমন সুযোগ কাজে লাগাতে দলের কোচিং স্টাফ আরো শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ নারী দলে বিদেশি হিসেবে কাজ করছেন প্রধান কোচ পিটার বাটলার। এবার তার সঙ্গে আরও তিন বিদেশি কোচকে যোগ করার চিন্তা করছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য জানায়নি ফেডারেশন।
কিরণ বলেন, ‘আমি তিনটি জায়গা নিয়ে এরই মধ্যে সভাপতি তাবিথ আউয়ালের সাথে কথা বলেছি। আমাদের একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনার দরকার। এই তিনজনই হবেন বিদেশি। আমি নতুন তিন বিদেশি ঠিক করার বিষয়টি দেখছি।’
নতুন কোচ যুক্ত হলে পুরোনো কেউ বাদ পড়বেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন- ‘এখন যারা আছেন, তাদের কাউকেই বাদ দেওয়া হবে না। কোচিং স্টাফে নতুন করে বিদেশি যোগ হবেন। এদের রেখেই নতুন তিনজন নিয়োগ দেওয়ার জন্য একমাস আগেই সভাপতিকে প্রস্তাব দিয়েছি।’
এদিকে দেশের বাইরে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে কিরণ বলেন, ‘আমি দক্ষিণ কোরিয়ার ফুটবলকে ক্যাম্প ও ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তার তাদের টিম ইউরোপে পাঠাবে। ফলে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের খেলা হচ্ছে না। এখন আমি জাপান ও স্পেনের সাথে কথা বলবো।’
এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়া নিয়ে কিরণ বলেন, ‘আমরা চাইলেই চীন, উত্তর কোরিয়ার মতো দেশের সাথে ম্যাচ খেলার সুযোগ পাবো না। এখন এশিয়ার সর্বোচ্চ লেভেলে খেলে নিজেদেরকে আরো অভিজ্ঞ করে তুলতে পারবো। তবে উজবেকিস্তানের বিপক্ষে জেতার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার তা নিয়েই যাবো।’
এমআই