Advertisement
Us Bangla Airlines
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার স্বপ্ন এখন হাতের নাগালে!

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার স্বপ্ন এখন হাতের নাগালে!

খেলা ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১৫:০৩

মিয়ানমারে জাদুকরী ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ নারী দল। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহারাইন ও মিয়ানমারকে উড়িয়ে দিয়েছে আফিদা খাতুনের দল। এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে তুর্কেমেনিস্তানের জালে আরও ৭ গোল দিয়েছে বাঘিনীরা। সবমিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ দল।

এশিয়ান কাপে পা রাখার পাশাপাশি বিশ্বকাপে খেলার বড় সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সহজ এবং বাস্তবিক অর্থে কঠিন সমীকরণ সামলাতে হবে টাইগ্রেসদের। এশিয়ান কাপে ভালো ফল করলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী দল।

এশিয়ান কাপের চূড়ান্ত দলে মোট ১২টি দল অংশ নেবে। যার একটি দল বাংলাদেশ। ১২টি দলকে ভাগ করা হবে তিন গ্রুপে। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দুটি দল উঠবে শেষ আটে।

তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দুটি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল অংশ নেবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে।

শুধু বিশ্বকাপ নয়, ২০২৬ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল, ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলার সুযোগ পাবে। বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। দুই গ্রুপ চ্যাম্পিয়ন যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।

২০২৬ সালের এশিয়ান কাপে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে। পাশাপাশি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে খেলবে বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চীনা তাইপে, উত্তর কোরিয়াও উজবেকিস্তান।

এমআই