Advertisement
Us Bangla Airlines
‘ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আছে’

‘ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আছে’

খেলা ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

এশিয়া কাপের সুপার ফোরে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এই পর্বের বাকি দুই ম্যাচের একটা জিতলেই ফাইনালে পা রাখবে লিটন দাসের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও তাদের হারানো সম্ভব বলে মনে করছেন টাইগার কোচ ফিল সিমন্স।

আজ (মঙ্গলবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়।’

বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বসে নিজেদের শক্তিমত্তা নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।’

উল্লেখ্য, আগামীকাল বুধবার ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পরেরদিনই পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। জয়ের প্রত্যাশা এবং টানা দুই ম্যাচের ধকল লিটনরা কতটা সামলাতে পারেন, এটাই দেখার বিষয়।

এমআই