Advertisement
Us Bangla Airlines
৫৩৭ ম্যাচে ৪০০ গোল করে এমবাপ্পের ইতিহাস

৫৩৭ ম্যাচে ৪০০ গোল করে এমবাপ্পের ইতিহাস

খেলা ডেস্ক

১৪ নভেম্বর ২০২৫, ১৯:৫৮

ফুটবল ইতিহাসে আবারও নিজের নাম ঝলমলে করে তুললেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৬ বছর ৩২৮ দিন বয়সে ক্যারিয়ারের ৪০০ গোল পূর্ণ করে তিনি উঠে গেলেন এক অভিজাত তালিকায়। কিংবদন্তি পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৪০০ গোলের কীর্তি গড়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে পার্ক দে প্রিন্সেসে ইউক্রেনকে ৪–০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেই পৌঁছান এই মাইলফলকে। এর আগে ২০১৮ বিশ্বকাপে বিশ্ব ফুটবলকে পেলের কথা মনে করিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। ফাইনালে গোল করে পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সেই কীর্তি গড়েছিলেন।

২০২২ বিশ্বকাপেও পেছনে ফেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তিকে; ২৪ বছরের কম বয়সীদের মধ্যে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে ওঠেন তিনি। গত রাতের পারফরম্যান্সে আবারও ফুটে উঠল সেই ধার। জাতীয় দল ও ক্লাব মিলে ৫৩৭ ম্যাচে এমবাপ্পের গোল এখন ৪০০। 

আউএফএফএইচএস জানায়, চলতি শতাব্দীতে ২৭ বছর পূরণের আগেই ৪০০ গোল করা প্রথম খেলোয়াড় তিনি। পেলে অবশ্য আরও আগেই এই সংখ্যা স্পর্শ করেছিলেন—১৯৬৩ সালে মাত্র ২৩ বছর ৪ দিনে। এছাড়া বয়স ৩০ হওয়ার আগেই ৪০০ গোলের মালিক হওয়া চতুর্থ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। 

এর আগে এই কীর্তি করেছিলেন মেসি, রোনালদো ও নেইমার। মেসি ২৭ বছর ৯৫ দিনে, রোনালদো ২৮ বছর ৩৩৫ দিনে এবং নেইমার ২৯ বছর ২৭৪ দিনে ছুঁয়েছিলেন এই মাইলফলক।

এমআই