Advertisement
Us Bangla Airlines
পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

খেলা ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিদেশের মাটিতে এমন জয়ে দল পেয়েছিল আত্মবিশ্বাসের বড় রসদ। সেই ধারাবাহিকতায় পরের ধাপে যুবারা পাড়ি জমায় ইংল্যান্ডে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। 

ইংলিশদের মাটিতে প্রথম দুই ম্যাচ হওয়ার পর বাধা হয়ে দাঁড়ায় সেখানকার বৈরি আবহাওয়া। সিরিজের শেষ তিন ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। শেষ পর্যন্ত দুই দল একটি করে ম্যাচ জিতে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে টাইগার যুবারা। এখন কিছুদিনের জন্য বিশ্রামে রয়েছে দল। 

অবশ্য দীর্ঘদিন বিশ্রামে থাকার সুযোগ নেই। শিগগিরই আবারও মাঠে ফিরছে তামিমরা। কারণ আগামী অক্টোবরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজটি শুরু হবে ২৫ অক্টোবর এবং শেষ হবে ১০ নভেম্বর। মূল পাঁচ ম্যাচের পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে।

এই সিরিজের লক্ষ্য একটাই—আসন্ন যুব এশিয়া কাপ ও যুব বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি শতভাগ নিশ্চিত করা। নভেম্বরের শেষ দিকে বসবে যুব এশিয়া কাপের আসর, আর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে গড়াবে যুব বিশ্বকাপ। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি শুধু আরেকটি দ্বিপাক্ষিক সিরিজ নয়, বরং বড় দুটি টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ।

বছরের শুরু থেকেই অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে বিসিবির পরিকল্পনা বেশ গোছানো। নিয়মিত বিদেশ সফর, ঘরের মাঠে সিরিজ আয়োজন, এবং কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ—সব মিলিয়ে ভবিষ্যতের জাতীয় দলের ভিত্তি তৈরি করছে বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও সেই সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এর আগে বছরের শুরুতে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে যুব টাইগাররা। ইংল্যান্ডের সাথেও জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এবার আফগানদের উড়িয়ে দেওয়ার পালা।

এমআই