Advertisement
Us Bangla Airlines
বিসিবির দায়িত্ব নিয়ে যা বললেন সাইমন টাফেল

বিসিবির দায়িত্ব নিয়ে যা বললেন সাইমন টাফেল

খেলা ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৫

দুই বছরের চুক্তিতে বাংলাদেশে এসে বিসিবির দায়িত্ব নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা আম্পায়ার সাইমন টাফেল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি ঢাকায় পৌঁছান এবং শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের উন্নয়নে কাজ করবেন টাফেল। দায়িত্ব গ্রহণের সময় তিনি বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বিসিবির নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আগামী কয়েক বছরে ফলপ্রসূ হবে। এর অংশ হতে পেরে গর্বিত।’

বাংলাদেশে নতুন আম্পায়ার তৈরি ও মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের মেধা খুঁজে বের করতে হবে, একটা মান নির্ধারণ করতে হবে। আমরা চাই এখান থেকে সেরা আম্পায়ার উঠে আসুক, যারা জাতীয় ক্রিকেটে ভূমিকা রাখবে।’

টাফেল আশা প্রকাশ করেন, বিসিবির সহায়তায় প্রফেশনাল কাঠামো গড়ে উঠবে, যেখানে সবাই শ্রদ্ধাশীল ও সহায়তাপরায়ণ ভূমিকা রাখবে।

এমআই