Advertisement
Us Bangla Airlines
পরিচিত শ্রীলঙ্কাকে পরিকল্পনায় আটকাতে চায় বাংলাদেশ

পরিচিত শ্রীলঙ্কাকে পরিকল্পনায় আটকাতে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা এখন সামনে—আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ‘ফাইনাল সম’ গুরুত্বপূর্ণ ম্যাচ। সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, বাংলাদেশ শ্রীলঙ্কাকে নিয়ে অতিরিক্ত ভাবনায় নেই।

দল চায় পরিকল্পনায় বেঁধে ফেলেই লঙ্কানদের বিপক্ষে ম্যাচ নিজেদের করে নিতে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার পেসার তানজিম হাসান সাকিব জানালেন, শ্রীলঙ্কার সঙ্গে দ্বৈরথ বা অতীত ইতিহাস নয়, বাংলাদেশ দলের পুরো মনোযোগ জয় নিয়েই। 

‘শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ’

সাকিব বলেন, ‘আমাদের কাছে জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হোক শ্রীলঙ্কা, ভারত বা পাকিস্তান—সব ম্যাচেই আমরা মাঠে নামি জয়ের জন্য।’

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই খেলার সুবাদে প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে বলে জানান তরুণ এই পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও রেকর্ড, হারলেও রেকর্ড!

‘আমরা তাদের সব খেলোয়াড়কে চিনি, জানি। সেভাবেই পরিকল্পনা করছি। ম্যাচটা জেতার জন্যই নামব, অন্য কিছু নয়,’ বলেন তানজিম।

রান রেট নয়, জয়ই বাংলাদেশের মূল লক্ষ্য—এ কথা আগেই জানিয়েছে দল। সেই নীতিতেই অটল আছেন সাকিব। তিনি বলেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। ইনশাআল্লাহ, জয়ের জন্যই মাঠে নামব।’

এমআই