১৫২ দিন পর ফের হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
খেলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ২১:২৫
হতাশায় শেষ হলো আরেকটি টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে কোনো জয় ছাড়াই ৩-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। ঘরের মাঠে এই ফল শুধু হতাশাজনকই নয়, এটি চলতি বছরে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি হোয়াইটওয়াশের স্বাদ। এর আগে জুনে পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে হারতে হয়েছিল লিটন দাসদের।
এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তানজিদ তামিমের দাপুটে ব্যাটিংয়ে ভর করে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। তার ৬২ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ।

জবাবে ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর পাওয়ার প্লেতে ব্র্যান্ডন কিংকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তুলেন নাসুম আহমেদ। বাকিটা কেবল ক্যারিবিয়ানদের ব্যাটিং বন্দনা। দলটির বদলি অধিনায়ক রস্টন চেজ ও পাঁচে নামা আকিম অগাস্ট পেয়েছেন ফিফটির দেখা। তাতে ৫ উইকেটের ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের টানা তিন জয়ে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চলতি বছরে টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় হোয়াইটওয়াশ। এর আগে গত ১ জুন পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে হেরে এসেছিল বাংলাদেশ। সময়ের হিসাবে ১৫২ দিন পর ফের হোয়াইটওয়াশ হলো লিটনের দল।
এর আগে শুরুতে চার পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে এদিনও ব্যাটিং ব্যর্থতা কাটাতে পারেননি টাইগাররা। ওপেনার ইমন করেন ৯ রান, অধিনায়ক লিটন দাসও ৬ রানে বিদায় নেন। তানজিদের সঙ্গে সাইফ হাসানের ২২ বলে ২৩ রানের ইনিংস ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান করলেন ওপেনার তানজিদ তামিম
Posted by Khela.com on Friday, October 31, 2025
একপ্রান্ত আগলে খেলে তানজিদ তুলে নেন ক্যারিয়ারের নবম ফিফটি। ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হয়ে ক্যাচ মিসের সুবাদে জীবন পেয়ে ইনিংসটিকে রূপ দেন দারুণভাবে। শেষ পর্যন্ত রোমারিও শেফার্ডের বলে বোল্ড হওয়ার আগে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রান করেন তিনি।
এই ইনিংসেই ইতিহাস গড়েন তরুণ ওপেনার— মাত্র ৪২ ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করে বাংলাদেশের হয়ে দ্রুততম ব্যাটার হিসেবে নাম লেখান তানজিদ হাসান তামিম। শেষদিকে বাংলাদেশকে বড় সংগ্রহে নিতে পারেননি বাকিরা। সোহান, রিশাদ ও নাসুমরা ফিরেছেন স্বল্প রানেই। শেষ ওভারে শেফার্ডের হ্যাটট্রিকে গুটিয়ে যায় ইনিংস।

চলতি বছর এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে, পাকিস্তানের বিপক্ষে হয়েছে ৩-০ তে হোয়াইটওয়াশ। ১৫২ দিন পর আবারও হোয়াইটওয়াশের স্বাদ পেল লিটনের দল। তবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে টানা চারটি সিরিজে জয়ের স্বাদ পেয়েছিল লিটনরা।
সেই জয়ের ধারাই ভাঙল এবার ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে, যা বছরের দ্বিতীয় হোয়াইটওয়াশ হিসেবে লিপিবদ্ধ হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। বিশ্বকাপের বছর সামনে রেখে এই ধারাবাহিকতার ঘাটতি নিঃসন্দেহে বড় সতর্কবার্তা। ব্যাটিং-বোলিং দুই দিকেই উন্নতি না আনতে পারলে, পরবর্তী সিরিজেও বাংলাদেশকে কঠিন বাস্তবতার মুখে পড়তে হতে পারে।
এমআই