রানের দৌড়ে সবাইকে পেছনে ফেললেন তানজিদ তামিম
খেলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ২০:৫৩
বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ৪২ ইনিংসে হাজার রান পূর্ণ করেছেন তিনি। তাতেই দেশের হয়ে দ্রুততম হাজার রান করার মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটার।
বিশ ওভারের ক্রিকেটে হাজার রানে সবচেয়ে কম ইনিংস ব্যাট করা ক্রিকেটার এখন তানজিদ। এ তালিকায় এর আগে সবার ওপরে ছিলেন তাওহীদ হৃদয়। চলতি বছরেই ৪৫ ইনিংস খেলে এই রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। তবে বছর ঘুরার আগেই হৃদয়কে টপকে শীর্ষে ওঠলেন তানজিদ হাসান।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান করলেন ওপেনার তানজিদ তামিম #BANvsWI
Posted by Khela.com on Friday, October 31, 2025
চট্টগ্রামে লাল-সবুজ জার্সিতে ২০২৪ সালের মে মাসে অভিষেক হয়েছিল তানজিদের। একই ভেন্যুতেই এবার ইতিহাস গড়লেন ২৫ বছর বয়সী এই ওপেনার। আজকের ম্যাচে মাইলফলক ছোঁয়ার আগে তার দরকার ছিল ৩৩ রান। তবে আউট হওয়ার আগে ব্যক্তিগত মাইলফলকে ৮৯ রান যোগ করেছেন তিনি।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এর আগে ৮ জন ব্যাটার বিশ ওভারের ক্রিকেটে হাজার রান করেছিলেন। এর মধ্যে তাওহীদ হৃদয় ৪৫, তামিম ইকবাল ৪৯, সাকিব আল হাসান ৫০, লিটন দাস ৫১, সৌম্য সরকার ৫৪, আফিফ হোসেন ৫৫, মুশফিকুর রহিম ৫৯ এবং মাহমুদউল্লাহ রিয়াদকে ৬০ ইনিংস খেলতে হয়েছিল।
এ সংস্করণে এখন পর্যন্ত দুই হাজার রানের ক্লাবে রয়েছেন কেবল সাকিব আল হাসান, লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের মধ্যে সাকিব ও লিটন আড়াই হাজারের ঘর পেরিয়ে গেছেন, মাহমুদউল্লাহ অবসরের আগে থেমেছেন ২৪৪৪ রানে। নিশ্চয়ই এদের সবাইকে ছাড়িয়ে যেতে চাইবেন তানজিদ তামিম।
এমআই